ডায়েরি

271602

সেদিনের দিনগুলো
থমকে যাওয়া মুঠোয়
আটকে দেওয়া সময়ের
নীরব ঘর কুঠোয়।

দিনগুলো সব পিছিয়ে গেছে
সময় চলছে এগিয়ে
সুখ দুঃখের জীবন পথে
স্মৃতি নেয় বাগিয়ে।

ফেলে আসা সময়
ফেলে আসা দিন
রেখে যাওয়া স্মৃতি
কখনও বিষন্ন মন
কখনো রঙিন।

এভাবেই বয়ে যায় সময়
এভাবেই হয় লেনাদেনা
হয় কিছু ঋণ
হয় বেঁচে যাওয়া
হয় বেঁচে থাকা।

কখনো বা অন্ধকার
কখনোবা আলো
প্রদীপের নিচে যার
সবকিছু কালো
মরণের লড়াইয়ে
বেঁচে থাকার আমরণ যুদ্ধ

জীবনের লেনাদেনা যা
এই পথে থেকে যাবে সব
তারপর মিশে যাবে
এই মাটিতেই
হবে তা একদিন নীরবেই শুদ্ধ।

2 thoughts on “ডায়েরি

  1. সেদিনের দিনগুলো
    থমকে যাওয়া মুঠোয়
    আটকে দেওয়া সময়ের
    নীরব ঘর কুঠোয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।