তাঁকে দেখে মনে হয়েছে
সে এক বৃক্ষের জীবন
তাঁর জীবনের সাথে কোন এক অপেক্ষামান
জীবনের মিল রয়েছে।
তার চোখ সৃষ্টির প্রাচীন ইথার স্পর্শ করেছে,
এবং অনেক ধ্বংস দেখেছে,
অনেক গৌরব দেখেছে।
অতীত,
প্রথম প্রেমের আনন্দে তার হৃদয় স্পর্শ করলে
সবুজ পৃথিবী নববধূর মতো জ্বলে ওঠে।
প্রেম যখন গৌরবের নগরীতে
খ্যাতির বিড়ম্বনা নিয়ে আসে,
তখন কোথায় থেকে যেন এক অনাহত দিন চলে আসে
তখন হৃদয় ভেঙ্গে যায়
এবং একাকী তীরবিদ্ধ হরিণীর মতো কুঁকড়ে যায়।
মানুষ যখন একটু আনন্দ আর একটু স্বপ্ন নিয়ে
নিজের পৃথিবী তৈরি করে, তখন সম্পর্কের ক্ষেত্রটা একটা ধাঁধা।
এটি একটি নতুন দিনের জন্ম দেয়।
এই দিন থেকেই শুরু হয়
কোন এক অস্তিত্বহীন শরীর
যা সময়ের গিরিখাদে পড়ে হঠাৎই কোমায় চলে যায়
সময়ের সাহসী এই যোদ্ধারা
খুব সহজে হেরে না গেলেও তাদের সময় যেন
ফড়িং এর জীবন নিয়ে এগিয়েছে।
অথবা যখন স্মৃতির আভা
তার হৃদয়কে জাগিয়ে তোলে,
তখন দুঃখের শোকার্ত পাখিটি
তার দুর্বল ডানাগুলিকে উড়াতে চাইলেও
ইচ্ছায়-অনিচ্ছায় মৃত্যুর পথে নিয়ে যায়।
আপনি কি আপনার
রেখে যাওয়া অতীত নিয়ে সামনের
দিনগুলিতে বাঁচবেন?
আপনি যদি তা করেন তবে আপনি নতুনকে
কোনভাবেই স্বাগত জানাতে পারবেন না।
যদি বল অতীত আমার শিক্ষা,
তাহলে তুমি নায়ক হতে পারো,
তাহলে তুমি নায়িকা হতে পারো।
এটি করা অবশ্যই সম্মানের বিষয়,
এবং এটি সেখানেই শেষ হওয়া উচিত।
কারণ এই মহাজাগতিক জীবন
মহা রহস্যময় আলোর পাত্র।
প্রত্যেকের জীবন এখানে শিক্ষণীয়
যে শিক্ষা থেকে একটি নতুন সৃষ্টি শুরু করবে।
যা হবে মহান জীবনের চিরন্তন অধ্যায়।
ভুলে যাবেন না যে জীবন প্রগতিশীল
আর দুষ্প্রাপ্য, সে জীবন যখন
এগিয়ে চলেছে ভবিষ্যতের দিকে
তখন কোন কিছুই মন্দ নয়।
জীবনের এই অসীম সময়ে দাঁড়িয়ে
আপনি যদি আজ নিজেকে
সুখী করতে না পারেন,
তবে আপনার জীবনের সেই নতুন অধ্যায়
কখনোই শুরু হবে না।
জনমের নামে হৃদয়ের ক্যানভাসে
যে নাম লেখা হবে সেই আবদ্ধ জীবনের
উৎকৃষ্ট সাধনায়, সেই দ্বিতীয় জীবনই
আপনার প্রকৃত ভবিষ্যৎ।
মূর্তির ছদ্মবেশে এই জীবন,
যখন প্রেমময় ধূসর পায়রার গোড়ায়,
নদীর মোহনায়, সমুদ্রের ঢেউয়ের আধারে,
বসন্তের কোকিলের সুর তৈরি করবে
তখন জীবন হয়ে উঠবে নতুন স্বপ্ন ভাণ্ডার।
সেই জীবন ভালোবাসার আলোয়
আলোকিত হবে, দুঃখকে অন্ধকারে ফেলে ভালোবাসার ইতিহাস গড়বে।
এর চেয়ে সফল জীবন আর কোন জীবন নয়।
সেই জীবনের চেয়ে সুন্দর
আর কিছু নেই, আমরা এমন জীবন চাই।
যা হাজারো অধ্যায় পেরিয়ে
আপনার মতো এক নতুন ইতিহাসের জন্ম দিয়েছে।
যে জীবন প্রগতিশীল আর দুষ্প্রাপ্য, সে জীবন যখন
এগিয়ে চলেছে ভবিষ্যতের দিকে
তখন কোন কিছুই মন্দ নয়।