আমি আজ মিথ্যার চক্রে
ভীষণ ভীষণ পরিশ্রান্ত ।
চারদিকে শূন্য দেখি,শুধু মিথ্যার জন্য
মিথ্যার চক্রে জীবন নড়বড়ে
নেই কোথাও আশার আলো।
মিথ্যার চক্রে দেখি,
স্নেহ, ভালোবাসা সবই সবই মিথ্যা।
নেই তাতে কোনো সত্যের স্পর্শ
মিথ্যার জালে দগ্ধ সত্য।
রচনাকালঃ
১৭/০২/২০২২
মিথ্যার চক্রে দেখি,
স্নেহ, ভালোবাসা সবই সবই মিথ্যা।
নেই তাতে কোনো সত্যের স্পর্শ
মিথ্যার জালে দগ্ধ সত্য।
___ অনেক দিন পর আপনার কবিতা পড়লাম। কেমন ছিলেন কবি।
ভালো আছি।।
আপনি কেমন আছেন।
শুভকামনা রইল সদা।।।
সুন্দর ভাবনা আছে কবি দা
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল প্রিয় কবি।।।