খর বৈশাখী দহন,ঝড়ের মাতন
বহে তপ্ত হিয়া-মন,উষ্ণ প্রস্ববন
যায় দিন অসহায় প্রলয় যাপন
ক্ষীণকায় তটিনীর অকাল মরণ।
কপোত-কপোতী নেয় বৃক্ষে স্মরণ
বিরহের সুর তুলে লাগায় কাঁপন।
কেঁদে ফেরে দুনিয়ার কামুক মদন
প্রেম ছাড়ে দীর্ঘশ্বাস অবুঝ কারণ!
ছেড়ে গেছে নিধুবালা প্রখর বৈশাখে
তৃষাতুর পথিকের পিয়াসী জঠোর
রুক্ষ শুষ্ক হৃদি মন নীরস কঠোর।
সংসার চরাচর জাগে বনানীর শাখে
মনে পড়ে ছেলেবেলা প্রেম প্রেম খেলা
চৈতের গাজন শেষে বৈশাখী মেলা।
5 thoughts on “সনেট: নিদাঘ বৈশাখী”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বৈশাখ আমাদের যাপিত জীবন বিশেষ একটি অংশের স্বাক্ষর বহন করে চলেছে। শব্দনীড়ে আপনার প্রথম প্রকাশনায় আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাই কবি।
আপনার যথার্থ সুন্দর মতামতে ঋদ্ধ হলাম শ্রদ্ধেয়। অজস্র ধন্যবাদ জানবেন।ভালো থাকুন নিরন্তর।
বৈশাখ নিয়ে দারুণ লিখেছেন কবি। ব্লগে প্রথম লেখাতেই বাজিমাত! শুভকামনা থাকলো।
আপনার অনিন্দ্য সুন্দর মতামতে ধন্য হলাম গুণীজন।আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে। ভালো থাকবেন সবসময়।
শব্দনীড় ব্লগে নিয়মিত লিখবেন, এমনটাই আশা রাখি। শুভকামনা থাকলো।