৪+৪/৪+১ স্বরবৃত্ত ছন্দ
আকাশ পানে তাকিয়ে খোকন
দেখছে ঈদের চাঁদ,
সেই খুশিতে দিশেহারা
চারিদিকে নাদ।
মেঘলা আকাশ ঈদের চাঁদে
আনন্দের ওই বান,
খুশি মনে খোকন চলে
হর্ষে করে গান।
বারে বারে খোকন বলে
কবে হবে ঈদ,
সেই খুশিতে খোকন সোনার
হয় না ভালো নিদ।
ঈদের চাঁদে মন খুশিতে
সবাই নাচে তাই,
এমন চাঁদটি খোকন সোনা
কভু দেখে নাই।
সবান্ধবে খোকন সোনা
গেয়ে বেড়ায় গান,
সেই গান খানি শুনে সবার
জুড়ায় মনও প্রাণ।
রচনাকালঃ
১৬/০৭/২০২১
অনবদ্য উপস্থাপন করা হয়েছে
শুভকামনা রইল
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
শুভকামনা রইল।।
সুখপাঠ্য সুন্দর পদ্য কবিতা। অগ্রীম ঈদ মোবারক কবি।
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল ।।।