দাঁড়িয়ে থাকা বটবৃক্ষ

জীবন থেমে যাওয়া এক বটবৃক্ষ
একই জায়গায় অবস্থান করে দেখতে হয় দূর-দূরান্ত।
মাঝে মাঝে আমার দৃষ্টি দূরবর্তী মেঘের বুক চিরে দেখতে চায় তার ওপারের জীবন।

আমি লক্ষ্যভ্রষ্ট পথিক নই
আমার লক্ষ্য সেই ঠিকানা
যেখানে আমি আমার যাপিত জীবনের গল্প রচনা করব।

আমি কষ্টের অনুভুতি শূন্য মানুষ নির্দয় নয়
তাই কোন কিছুতে আর ভয় পাই না।

তবে কিছু কিছু সময় স্মৃতির সেই জীবন
মনে করিয়ে দেয় মুক্ত নস্টালজিয়া
যাঁর দরুন সুচিত তিরবিদ্ধ বিহঙ্গের মতো
অন্তরের মাঝ দরিয়ায় সুনামির সৃষ্টি।

শিহরিত জীবনের সেই দংশিত অতীত
আমাকে তখন কিছুটা ভয় পেতে বাধ্য করে
তাই কখনো একাই কাঁদতে থাকি
বেদনাবিদ্ধ হই, আবার এমনও হয় কাঁদতেই ভুলে যাই
কিংবা অনেক সময় কাঁদতে ইচ্ছে করলেও
চোখের জল অশ্রু হয়ে ঝরে না।

এটাই বুঝি সমন্বয়হীন জীবনের
এক চিলতে আদিখ্যেতা।
আমার এই অসামান্য জীবনের মঞ্চে
নিজের পরাজয় দেখলেও হেরে যাওয়ার দুর্বলতা
শক্তি হিসেবে সঞ্চারিত হয়।

আমি তো ভুলে যায়নি কিছুই
ভুলে যাওয়ার কথাও নয়
আছি থাকবো জীবনের প্রত্যেকটি পদক্ষেপে
দূরের ঠিকানা হয়ে; যদি কোনদিন নতুন করে
সেই স্বপ্নের বীজ রোপিত হয়।

মাঝে মাঝে আমার জীবনের মঞ্চ
আলোক উজ্জ্বল জনসভার মতো
সুখের মহাসমুদ্রে পরিণত হয়
দূরবর্তী জীবনের সেই গল্প গুলো।

এক সময় মনে হয়
আমিই সেই অন্ধকার, আমি সেই আলো
আর মহাসমুদ্রের বুকে ছুটে চলা ভাসমান মেঘ।

এইতো আমি
সেই আমি আজকের এই আমি
এখন আমার সবকিছুই পরিণত
তুমি হয়তো বুঝবে না সেই অতীত
সেই কষ্টের নবান্ন মেঘ হয়ে
হৃদয়ের মসনদে তুলেছিল ঝড়
আমি সেই ঝড়ের বুক চিরে
বেরিয়ে আসা একজন অসামান্য মানুষ।

আমি খুঁজছি সেই পথ
নিরব কান্নার জলসা ঘর থেকে বেরিয়ে আসা দরজা
সব ভুল শুধরে মুখোমুখি হব
আর নতুন পৃথিবীর বুকে
সৃজিত করব নতুন দিন নতুন বসন্ত।
সকল ব্যাথা, দুঃখ আর যন্ত্রণা থেকে প্রস্থান করে মিশে যাবো একাকার আত্মায়।

1 thought on “দাঁড়িয়ে থাকা বটবৃক্ষ

  1. জীবন থেমে যাওয়া এক বটবৃক্ষ
    একই জায়গায় অবস্থান করে দেখতে হয় দূর-দূরান্ত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।