প্রেম সৌন্দর্যের কামনা করলে বোঝা যায় যে প্রেম সৌন্দর্যহীন যে কারণে প্রেম সৌন্দর্যের প্রতি পিপাসিত।
“সক্রেটিস বলেছেন প্রেম দেবতা নয় মানুষও নয়” আমার কাছে প্রেমকে এমন কিছু মনে হয় যা অন্তরের স্বর্গ সত্তাকে দারুণভাবে প্রভাবিত ও আবেগ তাড়িত করে। যার দ্বারা একটি অমর প্রেমের উপাখ্যান তৈরি হয়। এই দেবতা স্বর্গে নয় মর্তের লৌকেই মানব রূপে বিরাজমান ও প্রতিষ্ঠিত। যে দেবতাদের সেই প্রেমের সূচিত শক্তির উচ্চতর চেতনা দ্বারা ভাস্কর্য হয়। তবে প্রেম সর্বদা সৌন্দর্যের প্রতি আকৃষ্ট করে আপনি যদি বলেন সৌন্দর্য কি আমি মনে করি শারীরিক গঠন চেহারার সাদৃশ্য সৌন্দর্যই শুধু একজন মানুষের সৌন্দর্য নয় সৌন্দর্য সেটাই তা হল একজন মানুষের চতুর্পাশ্বিক গুণাবলী।
প্রেম সৌন্দর্যের কামনা করলে বোঝা যায় যে প্রেম সৌন্দর্যহীন যে কারণে প্রেম সৌন্দর্যের প্রতি পিপাসিত। প্রেমের সৃষ্টি বৃত্তান্ত কি এটা আমরা নানাভাবে উপলব্ধি করতে পারি প্রেমের সৃষ্টি বৃত্তান্ত একজন মানুষের হৃদয় থেকেই শুরু হয় এখন সেই মানুষটা ধনী গরিব ছোট বড় ধর্ম বর্ণ নির্বিশেষে হতে পারে। প্রেম কি দুঃখকে ভয় পায়? প্রেমের বহুল ব্যবহৃত সুখ-দুঃখের প্রবাদ বোঝায় যে মেক্সিমাম ক্ষেত্রে প্রেম দুঃখকে ভয় পায় কষ্ট কে ভয় পায় অনেক ক্ষেত্রে ভয় পায় প্রতিবন্ধকতা কে প্রেমের সফলতার হার শতভাগ না হলেও জগত প্রেম ও ভালোবাসার দাঁড়ায় মূল্যায়িত হয় সংজ্ঞায়িত হয়। জগতে প্রেম ভালোবাসা কোনোভাবেই প্রতারক হতে পারে না
প্রতারিত করবে এমনটাও নয় প্রেম জড়বস্তুর আধার হলেও তার প্রকাশভঙ্গি মানব সৃষ্ট প্রেম স্বতন্ত্র সত্তা কিন্তু মানুষ প্রেমকে ভালোবাসাকে প্রতারণার এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। প্রেমকে ভালোবাসাকে চাঁদ তারায় প্রকাশ করা হয় তারাই এই ধৃষ্টতা দেখায় প্রেমকে ভালোবাসাকে প্রতারণার এক মশাল বানিয়ে মানুষের অন্তরে বিষবৃক্ষ তৈরি করে চার খেসারত প্রতারণাকারীর বিপরীত মানুষগুলোকে দিতে হয়।
কিন্তু তারা জানেনা প্রেম মোহমুক্ত ভালোবাসা মোহমুক্ত জাগতিক সম্পর্কের এই মানুষ রূপের অমানসিকতা মানুষের মাঝে দেখা যায় তারা মুখ তো কখনোই হতে পারে না প্রেমে কষ্ট আছে থাকতে পারে এটা থাকবে তবে প্রেমে কখনোই সহিংসতা আসতে পারেনা শ্রেষ্ঠত্বের অংশীদার মাত্র একজন শিল্পীর চোখে প্রার্থীর জীবন।
যেমন সুন্দর প্রকৃতির রূপ রস গন্ধ যেমন সুন্দর সাবলীল অহিংস তেমনটি প্রেম হয় কিন্তু মানুষ হতে পারে না মানুষ অবলীলায় প্রতারণা করবে প্রতারণার করে প্রেমে শৌর্যবীর্যের অভাব নেই মানুষের কাছে প্রেমের অর্জন অত্যন্ত ভিন্ন মানুষের নীতি নৈতিকতা যেভাবে অর্থের প্রাচুর্যে ঢেকে পড়েছে সেখানে প্রেম কখনোই জাগ্রত হতে পারেনা।
প্রেম সৌন্দর্যের কামনা করলে বোঝা যায় যে প্রেম সৌন্দর্যহীন
যে কারণে প্রেম সৌন্দর্যের প্রতি পিপাসিত।