বাতাস আর ঘাসের দাঙ্গায় ফুলগুলো অভ্যর্থনা
জানাচ্ছিল আর ফেঁপে উঠতে থাকল
অনেকগুলো নিস্তরঙ্গ পেশাজীবী জিকির, শিশুমুখ;
অন্যের ভেতরে পৌছে যাচ্ছিল দ্রুতগামী
বালকের মতো; সব পাখির পালকের নিচে সর্বশেষ
ঢেউ-সন্ধ্যা, জিহ্বায় কাটে নিঃশ্বাস,ন্যাড়া ডালের
মুকুলে ফুল, ঈগলের বিক্ষত চোখ-
ঝুলিয়ে ডাকে নিশানা-দূর। এমন দ্বিধাহীন রূপালি
জ্যোৎস্নার সৌন্দর্য পানে উৎসব পাতিয়েছে
সেই যুবক, সেই মেয়ে’
চিলতে আকাশ ফেঁড়ে-যতসব ফতোয়া ঘুরে
সিঁথির ছায়ায় আয়না নাড়ে নরক গুলজার, আহ!
সমস্ত মুখ ঝুলতে থাকে অপঠিত ঘাসে-তারপর
এ শহরে ল্যাম্পপোস্ট ঝেড়ে কেশে ওঠে- ভোর…
সেই যুবক, সেই মেয়ে’
চিলতে আকাশ ফেঁড়ে-যতসব ফতোয়া ঘুরে
সিঁথির ছায়ায় আয়না নাড়ে নরক গুলজার, আহ!