এ শহরে অ্যাম্বুলেন্স হুইসেল বাজালে
নিঃশ্বাস গাঢ় হয়, রোজ অনতিদূর
ছুঁয়ে যায় এমন শান্ত আঁচড়ের দাগ-
চকের গুড়োয় শাদা বাড়িটার নির্জনে
এক ধরনের শীতল সমতল ধরে
রূপালি বরফের আগুন ছেঁকে দেয়
সমস্ত বাড়ির দরোজা, বহুদূরের পথ-
অচিরেই বিক্ষত আকাশ নেমে আসে
ধুলট শহর নিয়ে জিরাফের গলাসম
যেটুকু ছিল পালকে আশ্রয় এখানে
বঙ্কিম সাঁতারে সমুদ্র টেনে পৃথিবীতে
আসে- হৃদয় আর শরীর ভিজিয়ে
ঘরে তুলতে অমর্ত্য ফুলের অস্তভূমি!
এখানে বঙ্কিম সাঁতারে সমুদ্র টেনে পৃথিবীতে
আসে- হৃদয় আর শরীর ভিজিয়ে
ঘরে তুলতে অমর্ত্য ফুলের অস্তভূমি!