জ্যোৎস্নার সঙ্গে কথা বলতে একটা
নিরিবিলি ময়ূরবসন জায়গা লাগবে
এই ভেবে আশ্বিনের শিশিরবিন্দুকে
শাগরেদ করেছি। আর মুখে-মুখে
ফিরফিরে প্রলাপ ছড়াচ্ছে, মৃদু দৃষ্টি।
দৃষ্টি গাঢ় হলে দারুণ অর্থ জুড়ে যায়
বাড়তি চর্চা, গোপনে চলাচল করে
প্রতিধ্বনি রটে, শান্ত নিশানার ইজম
আমলকির ঝুরিপাতায় চড়ুই-শিশির
হৃদয়গামী রাত্রি কেবল এত জাগে
আকাশ তাঁর সঙ্গে সাঁতরায়, আহ! কবি…
শান্ত নিশানার ইজম
আমলকির ঝুরিপাতায় চড়ুই-শিশির
হৃদয়গামী রাত্রি কেবল এত জাগে
আকাশ তাঁর সঙ্গে সাঁতরায়, আহ! কবি…