তোমার ছবি

হার্টের এক্সরে ফ্লিমে তোমার ছবি দেখা যায়
রাজধানী মেডিকেল ডাক্তার বার্তা দিল
এর চেয়ে আর কোনো বড় রোগ নেই
অথচ তুমি উড়ে যাচ্ছ, ফুরিয়ে যাচ্ছ
বৈদ্যুতিক আলোর মতো; টাটকা বিচ্ছিন্ন-
আর উৎখাত এই ব্যাপারটি নিয়ে
প্রকরণ সব স্বভাবের নিয়ম টেনে হাসছে

যা কিছু সংশয়ে প্রোথিত হয়ে ওঠে
যেন মালোপাড়ার চাঁদ-ব্রিজ পার হলে
রোগা রোদ, কুয়াশা ভেজা পতঙ্গ, পাখি-
বনের ছায়া কাঁধে নিয়ে বেপরোয়া বাতাস
জলপ্রপাতে অনাহুত পাহাড় বন্দী মাতাল
ফের কাগুজের জাহাজে পরান হাসানো মুখ
ফেরত আসে প্রশ্নবোধক বয়ান সমগ্রে, যদিও…

টিপু সুলতান সম্পর্কে

টিপু সুলতান লেখক নামঃ আদি সানম ১২ অক্টোবর ১৯৮৬ কেশবপুর, যশোর। বাংলাদেশ। জীবন বৃত্তান্ত; লিকলিকে স্বচ্ছ ক্যানভাস নদীর শরীরে উপচে পড়া প্রেমালিকার ঢেউ, স্রোতস্বিনী কল্লোলঃ প্রথম বার্তা,সবুজ আফ্রোদি উদ্দ্যানে গানের বাঁশিতে সংগীত শোনায়- লেবুগাছ ঘ্রাণ-আলাজ শরবত আমার পূর্ণানন্দ, নক্ষত্র-পৃথিবীপৃষ্ঠ হৃদয়বীণা রোদে পোড়া সখিনার রক্ত,শাদা দুধের মা; কালোত্তীর্ণ সন্তান আমি তাঁর শেষ অনন্দটুকুর ছায়ানট- মানুষ হয়ে ওঠা প্রবাদ ও সংলাপ। ★ প্রথম কাব্যগ্রন্থঃ গৃহ কারাগার।২০১৭ ইং। নৃ প্রকাশন,ঢাকা। প্রচ্ছদঃ কাব্য কারিম। ★ যৌথ কাব্যগ্রন্থ থেকে জাতীয় ম্যাগাজিন,লিটল ম্যাগ, পোর্টাল, জাতীয় পত্রিকাসহ বিভিন্ন ব্লগে টুকিটাক লেখালেখি। প্রিয় বাক্যঃ আমি ভালো আছি, তুমি...

1 thought on “তোমার ছবি

মন্তব্য প্রধান বন্ধ আছে।