যেখানে কেউ আসেনা

মানুষ দূর থেকে শুধু আমার ভূল দেখেছে
কাছে আসলে দুঃখ!
অথচ, চোরাগলি ধরে খানেক হাঁটলেই
অনুভূতির দেখা পেতো
কিন্তু, ততক্ষণে সন্ধ্যে নামে
সবাই বাড়ি ফিরে যায়।

3 thoughts on “যেখানে কেউ আসেনা

  1. লিখাটির ভাবানুভূতি ভীষণ পরিচিত এবং চিরচেনা বাস্তবতার প্রতিচ্ছবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।