ভালোবাসাটাই ভালো না থাকার সব চেয়ে বড় কারণ। সুতরাং, আমরা কখনোই ভালো থাকতে পারবো না। কারণ, আমরা মায়া ছাড়তে পারবো না। আর মায়ার সাথে হৃদয় জড়িত, হৃদয় ছাড়া মানুষ বাঁচে না। অতএব, পৃথিবীতে আসার পরই আমাদের প্রথম শিক্ষা হওয়া উচিত ছিল, শান্তির জন্য ধৈর্যশীল হওয়া।
3 thoughts on “শান্তির জন্য ধৈর্য”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
চমৎকার কথা বলেছেন
অনেক শুভ কামনা জানাই
thanks
আমাদের প্রথম শিক্ষা হওয়া উচিত … শান্তির জন্য ধৈর্যশীল হওয়া।