ইতিমধ্যে তরুণ পাতায় কুয়াশা জমছে
স্বাগত জানাচ্ছে পপলার গাছগুলো,
মোহিকানদের ছোট ছোট বাড়ি-
ছোট্ট সাইপ্রাসীয় বারলি ফরেস্ট
এমন ফটোশুটে পোজ নিতে ব্যস্ত, সব;
একটা আপেল কামড়ে শেষ হবার আগে
সেখানে উপস্থিত হচ্ছে চ্যাপেল সন্ধ্যা
বাদামি মাঠ আর সবুজ পানের রেখায়-
ডুবে থাকা কিছু হরিণ এবং খরগোশ
পাখিদের মতো ভিন্ন বসন্ত ও শরত খামার
কাছাকাছি আঙুর বাগান, চেরির অপেক্ষা-
কুয়াশার এ্যালবামে ব্রাউজিং করছে
নীল ধূসর শূন্যতা থেকে সাইপ্রাস রোড…
তুমি কী যাবে, সঙ্গে-এক সপ্তাহের মধ্যে!
নীল ধূসর শূন্যতা থেকে সাইপ্রাস রোড…
তুমি কী যাবে, সঙ্গে-এক সপ্তাহের মধ্যে!