পোড়োবাড়ী

এই দেহ ভর্তি অশ্রুপাত
ভীষন ভীমের তান্ডব, প্রচন্ড অত্যাচার।
অন্ধকার তুমি চোখ খুবলে খাও
পরিনত মানুষের মত খামচে ধরো জিহবা
লালন করি তবু পানিপথের যুদ্ধ,
হেরে যাব জেনেও জেগে উঠবার বাসনা।

বিপুল পিপাসা তবু জমাই এখানে
অন্ধ চোখের জল গলে নেমে যায়
নিষিদ্ধ বিষাদ আর গীতিকবিতার হলদে জামা।

2 thoughts on “পোড়োবাড়ী

  1. বিপুল পিপাসা তবু জমাই এখানে
    অন্ধ চোখের জল গলে নেমে যায়
    নিষিদ্ধ বিষাদ আর গীতিকবিতার হলদে জামা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. অসাধারণ অসাধারণ

    অনেক প্রেরণা পেলাম কবি আপা

মন্তব্য প্রধান বন্ধ আছে।