মানব এসেছে কাছে, দ্বিতীয় মানব।
প্রথম মানব নয়!
প্রথম মানব আজীবন পাশে থাকার
প্রতিশ্রুতি দিতে পারেনি।
কারণ তিনি ছিলেন লোভী, প্রতারক
মিথ্যাচারে ভরা ছিলো তার অন্তঃপুর।
দ্বিতীয় মানব সমাজের দর্পণ
যার কাছে থেকে সংক্ষিপ্ত জীবন চলার
অশেষ উপদেশ পেয়েছি ;
তাই আমি তাকে গ্রহণ করেছি
আমি তাকে নিজ হতে বিভাজন হতে দেইনি।
তার প্রতিটি কর্মই বিখ্যাত
কারণ সে কিংবদন্তি।
রচনাকালঃ
১২/১১/২০২২
দ্বিতীয় মানবের কথা-চরিত আমার কাছে যথেষ্ঠ পরিচ্ছন্ন এবং ভালো লাগলো কবি।
সুন্দর মন্তব্য করেছেন প্রিয়।
শুভকামনা রইল।।