আসবে কিনা জানিনা
তবুও বলি এসো,
জনম জনম আমায় তুমি যেন ভালোবাসো।
থাকবে কিনা জানিনা
তবুও বলি থেকো,
জনম জনম আমায় তুমি এরূপ পাশে রেখো।
হাসবে কিনা জানিনা
তবুও বলি হেসো,
জনম জনম হাসবার জন্য আমার পাশে এসো।
বলবে কিনা জানিনা
তবুও বলি বলো,
জনম জনম আমায় তুমি সঙ্গী করে চলো।
নেবে কিনা জানিনা
তবুও বলি নিও,
জনম জনম আমায় তুমি আদর যত্ন দিও।
রচনাকালঃ
০৮/০৬/২০২৩
অসাধারণ মুগ্ধকর একটি লেখা !
অসাধারণ মন্তব্য করেছেন প্রিয় কবি।
সদা শুভকামনা রইল।।।
নেবে কিনা জানিনা
তবুও বলি নিও,
জনম জনম আমায় তুমি আদর যত্ন দিও।
অসাধারণ মন্তব্য করেছেন প্রিয় কবি।
সদা শুভকামনা রইল।।।