শালপাতায় পবিত্র প্রসাদ

সারাজীবন ধরে দেখলাম
অদ্ভুত কিছু প্রজাপতি
খেয়ে যায় প্রেমের লার্ভা
সবুজ ধানের পাকা ছোঁয়া
তালশাঁস নরম হৃদয় আমার

সারাজীবন প্রেমিকদের দেখলাম
ধূর্ত শেয়াল অথচ
প্রজাপতিগুলোর সামনে
শালপাতায় পবিত্র প্রসাদ যেন
এতই চতুর, এতই বোকা

1 thought on “শালপাতায় পবিত্র প্রসাদ

  1. সারাজীবন প্রেমিকদের দেখলাম
    ধূর্ত শেয়াল অথচ
    প্রজাপতিগুলোর সামনে
    শালপাতায় পবিত্র প্রসাদ https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।