ব্লগবিধি

শব্দনীড় | বাংলা ব্লগে আপনাকে স্বাগতম।
অনুগ্রহ করে ব্লগটি ব্যবহার করার ক্ষেত্রে কার্যকর হবে এমন বিধিগুলো জেনে নিন ।

১. ব্লগের রেজিস্ট্রেশন :

ক) যে কেউ ব্লগে রেজিষ্ট্রেশন করতে পারবেন। তবে অবশ্যই ন্যূনতম ব্যক্তিপরিচয় প্রদান করতে হবে। এক্ষেত্রে মোবাইল/ল্যান্ড ফোন নম্বর চাওয়া হতে পারে। ফোন নম্বর বা অন্য পরিচয়াদি প্রদানে কোন কারণে অপারগ বা অনিচ্ছুক হলে ব্লগের কোন ব্লগারের রেফারেন্স উল্লেখ করতে হবে। সেক্ষেত্রে রেফারেন্স যাচাই করেই কেবল ব্লগিং সুবিধা উম্মুক্ত করা হবে। উল্লেখ্য যে, ফোন নম্বর, রেফারেন্স ব্লগার ও সকল প্রকার ব্যক্তিগত তথ্য গোপন রাখা হবে।

খ) বাংলায় নিক আবশ্যক। রুচিশীল নাম (নিক) নেয়ার জন্য ব্লগারদের উৎসাহিত করা হবে। কর্তৃপক্ষের বিবেচনায় কোন নিক এই ব্লগের সামগ্রিক ইমেজের সাথে মানানসই মনে না হলে সংশ্লিষ্ট ব্লগারকে তা পরিবর্তন করার অনুরোধ করা হবে। উপুর্যপুরি অনুরোধ প্রত্যাখ্যাত হলে সংশ্লিষ্ট ব্লগারের নাম প্রদর্শন রহিত করা হতে পারে, অথবা তার সমস্ত সুবিধা প্রত্যাহার করা হতে পারে।

নিবন্ধনের পর আপনার প্রোফাইলে ছবি যুক্ত করুন। ছবি যুক্ত করার দুটি পদ্বতি এই সাইটে আমরা ব্যবহার করেছি *সরাসরি ছবি আপলোড। লগ ইন করার পর স্লাইডিং প্যানেল এ প্রোফাইল সম্পাদনা করুন নামের মেনু পাবেন সেখানে ক্লিক করে প্রোফাইলে ছবি সহ অন্যান্য তথ্য হালনাদাগ করুন।
* gravatar.com এ আপনার ছবি যুক্ত করুন। উল্লেখ্য গ্রাভাটার ডট কম এ যদি আপনার ছবি ইতিপুর্বে যুক্ত করা থাকে তো একই ই-মেইল এড্রেস ব্যবহার করলেই স্বয়ং ক্রিয় ভাবে আপনার ছবি এই সাইটে প্রদর্শিত হবে

গ) এই ব্লগটি একটি সম্পাদিত ব্লগ – ব্লগারের গৃহিত নাম, পোস্ট, শিরোনাম, বিভাগ, ট্যাগ, মন্তব্য ও প্রোফাইল বিবরণ প্রয়োজনবোধে সম্পাদনা করা হবে; এমনকি প্রদর্শন রহিত করা হতে পারে।

২. ব্লগিং বা পোস্ট প্রকাশ:

ক) ব্লগ একাউন্ট এ্যাক্টিভেট হবার পরেই ব্লগার ব্লগিং করতে পারবেন। তবে যে কোন ব্লগারের যে কোন পোস্ট সরাসরি প্রথম পাতায় প্রকাশ নাও হতে পারে। পোস্টের মানের উপর ভিত্তি করে প্রথম পাতায় প্রকাশ নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার ব্লগ পরিচালনার দায়িত্বে নিয়োজিতদের থাকবে।

খ) অধিকার এবং দায়িত্বশীলতা পারস্পরিক সম্পর্কযুক্ত। তাই ব্লগারদের দায়িত্বশীলতার পরিচয় দিয়ে মানসম্পন্ন পোস্ট প্রকাশের জন্য প্রদান করতে হবে। যদি পরবর্তী পোস্ট সমূহ মানসম্পন্ন না হয় তবে প্রথম পাতায় পোস্ট প্রকাশের অধিকার রহিত করা হতে পারে।

গ) স্টিকি পোস্ট এক বা একাধিক হতে পারে। ব্লগ পরিচালকদের এবং ব্লগারদের রেটিং সমন্বয় করে পোস্ট নির্বাচিত ও স্টিকি হতে পারে।

ঘ) একই সাথে একাধিক পোষ্ট প্রথম পাতায় প্রকাশ হলে যে কোন একটি পোষ্ট প্রথম পাতায় রেখে বাকি পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হবে।

৩. গুরুত্বপূর্ণ নির্দেশনাঃ

ক) ব্লগারগন হবেন দায়িত্বশীল এবং সুবিবেচক।

খ) ব্লগ মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। তবে মত প্রকাশের ভাষা যেন অসংযত এবং স্বাধীনতার অপব্যবহার দোষে দুষ্ট না হয় সেই বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব ব্লগারের।

গ) নীতি বিবর্জিত, অসত্য তথ্যপূর্ণ, বিদ্বেষমূলক, নেতিবাচক প্ররোচনামূলক, অশালীন পোস্ট গ্রহনযোগ্য নয়। ব্লগারদের এমন পোস্ট প্রদান না করার জন্য আহ্বান জানান হল।

ঘ) কোন পণ্যের/প্রতিষ্ঠানের/বাণিজ্যের বিজ্ঞাপনী পোস্ট প্রকাশযোগ্য নয়।

ঙ) কোন ধর্ম, জাতিসত্ত্বা, লিঙ্গ, পেশা, আঞ্চলিকতা, ইত্যাদির প্রতি বিদ্বেষ ও অসহনশীল মত প্রকাশ করা যাবে না; একই ভাবে কোন ধর্ম, জাতিসত্ত্বা, লিঙ্গ, পেশা, আঞ্চলিকতা, ইত্যাদির সুপ্রিমেসী প্রচার করে কোন পোস্ট দেয়া যাবে না।।

চ) অন্য ব্লগে বা ফেসবুকে বা অন্য কোন অনলাইন কমিউনিটিতে কারো সাথে সংঘটিত কোন সংঘাতের জের ধরে এমন কোন পোস্ট দেয়া যাবে না, যার সাথে শব্দনীড় ব্লগের কোন সংশ্রব নেই।এ জাতীয় পোস্ট প্রদর্শনের ব্যাপারে সম্পাদকদের গৃহিত পদক্ষেপই চুড়ান্ত বলে বিবেচিত হবে।

ছ) বাংলাদেশে প্রচলিত অথবা আন্তর্জাতিকভাবে প্রচলিত আইন-কানুন আইন লঙ্ঘন করে, এমন ধরনের কোনো লেখা প্রকাশ করা যাবে না ।

জ) যে কোন কপি পেস্ট/কপি রাইটেড ম্যাটেরিয়াল উপযুক্ত রেফারেন্স ছাড়া এবং ব্লগারের নিজের কোন বিশ্লেষণ ছাড়া পোস্ট করা হলে তার দায় দায়িত্ব শব্দনীড় ব্লগের নয়। উপযুক্ত প্রমাণ সহ প্রকাশিত পোস্টের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা ব্লগ থেকে প্রত্যাহার করা হবে।

ঝ) যে কোন অশ্লীল ও বীভৎস নিক/ছবি/অডিও/ভিডিও/বক্তব্য সরিয়ে দেওয়া হবে।

ঞ) যে কোন ইংরেজী লেখা প্রথম পাতা থেকে সরানো হবে।

ট) যে কোন ধরনের পোস্ট ফ্লাডিং কার্যকর পন্থায় প্রতিরোধ করা হবে।

৪. সুযোগ রহিতকরন:

ক) ব্লগ ব্লগারকে প্রদত্ত যে কোন সুযোগ রহিত করার ব্যাপারে যথেষ্ট সহনশীলতা অবলম্বন করবে। তবে এক বা একাধিক ব্লগারের কোন পোস্ট/ কার্যক্রম/ মন্তব্য/ ধারাবাহিক নীতিমালা ভঙ্গসহ অন্যান্য অগ্রহনযোগ্য কর্মকাণ্ড, পরিস্থিতি, সামগ্রীক প্রেক্ষাপট বিবেচনায় এনে আংশিক বা পূর্ণমাত্রায় বিভিন্ন প্রকার সুযোগ রহিত করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।

খ) এ সকল ক্ষেত্রে ব্লগারকে উপযুক্ত মেয়াদের নোটিশ প্রদান করা হতে পারে। নোটিস ই-মেল বা ব্লগবার্তা (যদি থাকে) যে কোথাও দেয়া হতে পারে। নোটিস পাওয়ার জন্য মাধ্যমগুলো নিয়মিত পঠনের দায়িত্ব ব্লগারের।

গ) শব্দনীড় ব্লগ কর্তৃপক্ষ যে কোন সময় সামগ্রীক প্রেক্ষাপট বিবেচনায়, যে কোন কারন দর্শানো ছাড়া কোন ব্লগারের সমস্ত সুযোগ প্রত্যাহারের অধিকার সংরক্ষণ করে।

বিশেষ নিয়মাবলী:

শব্দনীড় ব্যবহারবিধি নীতিমালা :

০১. শব্দনীড় বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং প্রচলিত আইন সশ্রদ্ধে লালন করে। সুতরাং লঙ্ঘন করতে পারে এমন অবমাননাকর ও কটাক্ষমূলক কোনো লেখা প্রকাশ করা যাবে না।

০২. সকল ধর্মের ধর্মীয় বিশ্বাসীদের প্রতি রয়েছে শব্দনীড় এর সম্মান। কোনো ধর্ম, ভাষা, জাতি, বর্ণ ও গোষ্ঠীর প্রতি অবমাননামূলক ও অনুভূতিতে আঘাত দেয় এমন কোনো লেখা প্রকাশ করা যাবে না।

০৩. কোন কারণেই ব্যক্তি কিংবা সহ ব্লগারদের প্রতি কটূক্তি প্রকাশ পায় এমন লেখা প্রকাশ করা যাবে না।

০৪. প্রচারের উদ্দেশ্যে বিশেষ কোনো রাজনৈতিক দলীয় দৃষ্টিভঙ্গির প্রকাশের পাশাপাশি অন্য দলের প্রতি কটূক্তি, বিদ্বেষ, অশ্রদ্ধা প্রকাশ পায় এমন কোনো লেখা প্রকাশ করা যাবে না।

০৫. অশালীন ইঙ্গিতপূর্ণ এমন কোনো শব্দ, বাক্য, ছবি, ভিডিও ও অডিও ব্যবহার করে কোনো লেখা প্রকাশ করা যাবে না।

০৬. লিঙ্গ বৈষম্য, বিপরীত লিঙ্গের প্রতি কটূক্তি প্রকাশ ও হেয় করা হয় এমন কোনো লেখা প্রকাশ করা যাবে না।

০৭. কোনো ব্যক্তিগত সম্পর্ক, দ্বন্দ্ব, বিদ্বেষ প্রকাশ করে এমন কোনো লেখা প্রকাশ করা যাবে না।

০৮. কোনো ভাইরাস, স্পাইওয়্যার বা ম্যালওয়্যার লিঙ্ক ব্যবহার করা যাবে না।

০৯. জরুরি প্রয়োজন ছাড়া প্রথম পাতায় কোনো ব্লগার একটির বেশি লেখা প্রকাশ করতে পারবেন না। পোস্ট ফ্লাডিং হলে সঞ্চালকের নজরে আশা মাত্র দ্বিতীয় লেখাটি সরিয়ে নেওয়া হবে। বিশেষ ক্ষেত্রে প্রথম পাতা হতে প্রথম লেখাটি সরে গেলে তা পুনরায় প্রকাশ করা হতে পারে।

১০. অন্যের লেখা প্রকাশের ক্ষেত্রে প্রকৃত লেখকের নাম ও প্রয়োজনীয় তথ্যসূত্র ব্যবহার করতে হবে। যদি অন্যের লেখা নিজের বলে প্রকাশ করা হয় তাহলে সঞ্চালক কিংবা কারও অভিযোগের প্রেক্ষিতে লেখা সরিয়ে নেওয়া হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক স্থগিত কিংবা বাতিল করা হবে।

১১. প্রাসঙ্গিক না হলে ইংরেজিতে মতামত প্রদান করা যাবে না বিশেষ করে ইংরেজি অক্ষর ব্যবহার করে কোনো মতামত বাংলায় প্রদান করা যাবে না। পরিলক্ষিত হলে মন্তব্য মুছে দেওয়া হবে। প্রয়োজনে ব্লগিং সুবিধাও রহিত করা হতে পারে।

১২. ব্লগে প্রকাশিত লেখা ও মন্তব্যের দায় সংশ্লিষ্ট ব্লগারের, এর জন্য কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।

১৩. কর্তৃপক্ষ যে কোনো ব্লগ ও ব্লগারকে কোনো কারণ দর্শানো ছাড়াই বাতিল করার অধিকার রাখে।

১৪. এই ব্লগের প্রকাশনা সকলের জন্য উন্মুক্ত। নিবন্ধিত/অনিবন্ধিত সকলের জন্য এই সাইটের প্রকাশনা উন্মুক্ত। সে কারনে নিবন্ধন বাধ্যতামূলক নয়। নিবন্ধনের পর প্রকাশনা/মন্তব্য নেই এরকম নিষ্কৃয় আইডি সমুহ মুছে ফেলা হবে।
১৫. যে কোন পোষ্ট প্রকাশের ২৪ ঘন্টা পর সম্পাদনা করা যাবে না। (সম্পাদনার প্রয়োজন হলে সঞ্চালক বা প্রশাসকের এর সাথে যোগাযোগ করুন)।

১৬. খসড়া পোষ্ট ০৩ দিনের বেশী সার্ভারে রক্ষিত হবে না, ৪র্থ দিন মুছে ফেলা হবে।

১৭. সার্ভার সমস্যার কারনে কোন ডাটা মুছে গেলে কর্তৃপক্ষ তার দায় ভার গ্রহন করবে না।

১৮. ব্লগ কর্তৃপক্ষ যে কোনো সময় ব্লগার নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন কিংবা সংযোজন বা বিয়োজনের অধিকার সংরক্ষণ করে।

এই সাইটে নিবন্ধিত হলে ধরে নেওয়া হবে আপনি নীতিমালা মেনে নিয়েছেন ।
শুদ্ধ সাহিত্য চর্চায় চেতনার উন্মেষ হোক।