কখনো দু’চোখ ভরে দেখেছো
শ্রাবণের বৃষ্টি ?
দেখেছো কিভাবে মেঘের
বুকের ভেতর লুকিয়ে থাকে
জল।
কখনো দেখেছো
রাতের আকাশ ? ভোরের চুমুতে কিভাবে
লুকায় স্বপ্ন, বৃক্ষ বিলায়
প্রেম।
রাতের দীর্ঘ
খোয়াবের পর এসো বুকের
দরজা খুলে খুঁজি
ফুল- মাটি- শস্য।
কখনো দু’চোখ ভরে দেখেছো
শ্রাবণের বৃষ্টি ?