জন্মদিনের শুভ বার্তায়
হৃদয় গেছে ছেয়ে
ভালোবাসার প্রকাশ দেখে
অবাক আছি চেয়ে
ক্ষুদ্র হলেও তুচ্ছ তো নই
বন্ধু আছে শত
তাদের প্রেমে ভালোবাসায়
বাচি অবিরত
বন্ধু তোমার ভালোবাসায়
বাচব হাজার বছর
তোমার প্রেমে তোমার প্রীতে
গায় বাধাব জ্বর…
দিবস আসুক নাই বা আসুক
বন্ধু তুমি থেকো
ধল প্রহরে স্মৃতির পাড়ে
আমায় মনে রেখো…
লিখাটি পড়ে বুঝতে বাকি রইলো না যে, লিখাটি আপনার জন্মদিনের অভিনন্দন কারী সকলের উদ্দেশ্যে লিখেছেন। সময়টায় আমরা হয়তো সেই সুযোগটি পাইনি।
তাই এখানে জন্মদিনের শুভেচ্ছা জানালাম।
হ্যাপী বার্থ ডে প্রিয় কবি আবু মকসুদ ভাই।
শুভ জন্মদিন কবি।
