বিবর্ণ দিনের স্বরলিপি

unnamed (3)sh

আয় খোকা, একটুখানি বোস এখানে,
অনেকদিনই দেখিনি তোকে!
তোর ছায়ার সঙ্গে কথা বলে
ছায়ার গায়ে হাত বুলিয়েই
কেমন করে দিন কেটে যায়।

আবারও একটা বিবর্ণ দিনের স্বরলিপি;
এখন তো আর শুরুও নেই
শেষও ধোঁয়ায় ভারাক্রান্ত।
খুবই এখন ব্যস্ত থাকিস?
বাবা ডাকটা কেমন যেন…!

আবছা কুয়াশায় মনেও পড়েনা…
কাল নাকি তোর জন্মদিন?
কেমন যেন তাড়া সবার
কেউ বলেনা আমিই শুধু
দুধে কেন চোনার মত!

জানিস খোকা, জন্মদিনে
মা আমায় পায়েস দিত
নক্শীকাঁথার আসন
আর সামনে প্রদীপ
পায়েস-বাটি হাতে দিয়েই
জড়িয়ে ধরে কত্ত আদর…

আজকাল আর অনেকদিনই
গায়ে তো কেউ হাত রাখেনা,
জড়িয়ে ধরে কেউ বলেনা-
‘বাবা তুমি কেমন আছো?’

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

10 thoughts on “বিবর্ণ দিনের স্বরলিপি

  1. লিখাটি পড়তে গিয়ে কেমন এক ঘোরলাগা আচ্ছন্নে আচ্ছাদিত হলাম।
    মনটা অসহায়ের মতো বহু পেছনে ছুটে গেলো। স্বপ্নের মতো লাগে সব। জীবন।

    সার্থক বিবর্ণ দিনের এই স্বরলিপি। জয় হোক কবিতার। শুভেচ্ছা প্রিয় সৌমিত্র। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. মানুষ যখন মানুষ থাকেনা কলমের কাজ তাকে সচকিত করা। ভালোবাসা অফুরান ভাইয়া মুরুব্বী।

  2. আজকাল আর অনেকদিনই
    গায়ে তো কেউ হাত রাখেনা,
    জড়িয়ে ধরে কেউ বলেনা-
    ‘বাবা তুমি কেমন আছো?’- অসসাধারণ!!

    আবার প্রিয় ব্লগে আমাদের পথ চলা প্রিয় কবিদা’!

    1. শব্দনীড় আমাদের বা্কযন্ত্র প্রিয় ছোট ভাই মামুন।

    1. শুভেচ্ছা আপনাকেও অফুরান প্রিয় মামুনুর রশিদ।

  3. জানিস খোকা, জন্মদিনে
    মা আমায় পায়েস দিত
    নক্শীকাঁথার আসন
    আর সামনে প্রদীপ
    পায়েস-বাটি হাতে দিয়েই
    জড়িয়ে ধরে কত্ত আদর…

    অনেক সুন্দর লেখা
    গভীর মমতায় জড়ানো।

    1. এইসব প্রশ্রয় সাহস দেয় রুক্ষ পথ অতিক্রমের। অশেষ কৃতজ্ঞতা প্রিয় খেয়ালী মন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।