সাদাগেরুয়া

এই যে আমাদের শিউলিকুঞ্জ
নিচে সাদাগেরুয়া বেড়াল বসে আছে
যাহ, বেড়াল উঠে হাঁটন দিল…

ছেলেপেটানো হুহুংকার পাশের বাড়িতে
বাড়ির পরিধি সুপুরিগাছ, বৃত্তচাপ নারকোল
আর মা ফলেষু হচ্ছে দামড়া পেঁপেউদ্ভিদ, কাতমারা
নিচে ভিখিরি দাঁড়িয়েছে — অত্যন্ত খারাপ গায়কি
কোচিংক্লাস ছোটবড় নারীছাত্র ঢেলে দিল রাস্তায়
ভেতর দিয়ে সুরুৎ করে হিরো সাইকেল

আমি ঠিক করলাম কচুগাছই হবো
নড়ানড়ি করবো বৃষ্টি-হিসুতে
গোড়ায় কোপ দাও গো কুট্টিদিদুন
গঙ্গাজলের তিনছিটে দিয়ে আমায় শিলনোড়ায় তোলো

7 thoughts on “সাদাগেরুয়া

  1. পাঠক প্রতিক্রিয়া : আপনার লিখায় কখনও আমার ক্লান্তি আসেনা।
    যতবার যত লিখাই পড়ি বারবার অসাধারণ লাগে। শুভেচ্ছা প্রিয় চন্দন দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. এই ভালোবাসার প্রতিদান দেওয়ার সাধ্য নেই আমার। অনেক কৃতজ্ঞতা জানবেন।

  2. আমি ঠিক করলাম কচুগাছই হবো
    নড়ানড়ি করবো বৃষ্টি-হিসুতে
    গোড়ায় কোপ দাও গো কুট্টিদিদুন
    গঙ্গাজলের তিনছিটে দিয়ে আমায় শিলনোড়ায় তোলো- ভালো লাগলো।
    শুভেচ্ছা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।