15094241_127361284410337_2178655413927432297_n

অভিমান

তুমি যদি একটু রেগে থাকো
সারাটা দিন বেজায় কষ্টে থাকি
মান-অভিমান করো যদি তুমি
মনকে বলো ক্যামনে দমে রাখি

তোমার হাসি মুখটি দেখার জন্য
চাতকের ন্যায় তাকিয়ে রই আমি
মনটা বেজায় শান্ত নিভীড় থাকে
মিষ্টি কথা বলো যখন তুমি

রাগ করিলে বাঁচবোনাকো ধরায়
কবিতার সুরে গেয়ে শুনালাম তোমায়
তবুও যদি মনটা করো কালো
ভালো থাকি কেমনে আমি বলো

কবিতা পড়ে মুচকি হেসে তুমি
লাজুক ঢঙ্গে পাশে ডাকো আমায়
সকল কষ্ট ভুলে যাব আমি
পাগল হয়ে বাসব ভালো তোমায়

সাইদুর রহমান১ সম্পর্কে

স্নাতকোত্তর (চলমান), সমাজকর্ম বিভাগ, ওসমানিয়া বিশ্ববিদ্যালয় তারনাকা, হায়দ্রাবাদ-500007, তেলেঙ্গানা স্টেট, ভারত প্রকাশিত গ্রন্থঃ তিনটি, যথাক্রমে- মনঃপীড়া, মায়াজাল এবং পার্বতী রক্তের গ্রুপঃ এ পজিটিভ, জাতীয়তাঃ বাংলাদেশী।

12 thoughts on “অভিমান

  1. বেশ রোম্যান্টিক লিখা মি. সাইদুর রহমান। অভিনন্দন প্রিয় কবি। ভালো লিখেছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. রোমান্টিং ও কষ্টের বুঁনোহাঁস তাড়িয়ে নেওয়া দুঃখগুলো জমাট বদ্ধ হৃদয়ে আর্তনাদ তোলে। এভাবেই।
    শুভকামনা আপনার জন্য
    ভালো থাকুন নিরন্তর।

মন্তব্য প্রধান বন্ধ আছে।