বড়বেলায় পৌঁছে ছেলেটি নিজের বালকবেলার কথা ভাবছে….। মিছেমিছি ‘জামাই-বৌ’ খেলার দিনগুলোতে সে ভেবে রেখেছিল- বড় হয়ে বৌকে অবশ্যই কাঁচের রঙিন চুড়ি কিনে দিবে। জবা ফুল গেঁথে দিবে তার দীঘল কালো চুলের খোঁপায়। লাল পাড়ের সবুজ শাড়ী কিনে আনবে হাট থেকে। ভয়ানক সুন্দর করে আপন মনে সাঁজাবে তাকে। বেলী ফুলের সতেজ মালা পরিয়ে দেবে তার শুভ্র গলায়। নিজের মত করে খুব ভালোবাসবে তাকে, না হলে কি আর সত্যিকারের জামাই হওয়া যায়!
বড় বেলায় এসে ছেলেটি দেখেছে- কাঁচের রঙিন চুড়ির বদলে ভারী সোনার চুড়ি, খোঁপায় জবা ফুলের বদলে মাথায় সোনার টিকলি, দু’শো টাকার সবুজ শাড়ির বদলে ১৫/২০ হাজারের ঝলমলে শাড়ি আর বেলী ফুলের মালার বদলে ৫ ভরি সোনার হার এখন স্থান দখল করে নিয়েছে। কণে পক্ষে কথা উড়ে বেভাড়ায়- নিদেনপক্ষে লাখ ১০ না হলে বুঝি মোহরানা হয়! এভাবেই অর্থ আর ঝাঁকঝমকের কাছে বিবর্ণ হয়ে যাচ্ছে ‘সাদাসিধে ভালোবাসা’।
ভালোবাসার রং এখন বহু রংয়ে ঝমকালো রঙিন, যা শুধু পয়সায় মেলে, যা ক্রমাগতই রং পাল্টায়। কৃত্রিম রংয়ে রঙিন এই ভালোবাসার কাছে বড্ড ধূসর হয়ে গেছে ছেলেটির সাদাকালো স্বপ্ন। তাই ছেলেটি এখন আর স্বপ্ন দেখে না, শুধু দীর্ঘশ্বাস ফেলে।
—————————০———————————-
#ছেলেটি_by_Kamal_Uddin_Mehedi (ফেসবুক হ্যাশট্যাগ)
আমার ব্যক্তিগত ব্লগ।
বিঃদ্রঃ শব্দনীড়ে আমার পূর্ব আইডি ছিল- সীমান্ত ঈগল।
এটাই বাস্তবতা। এরই নাম জীবন। ছোট ছোট স্বপ্ন সবের সাথে নিত্য সহবাস।
ওয়েলকাম ব্যাক মি. কামাল উদ্দিন মেহেদী। ভালো থাকুন। ধন্যবাদ।
ধন্যবাদ
পড়লাম খুব ভালো লাগলো।
ওয়েলকাম ভাই
জীবন যেখানে যেমন
এমন-ই জীবন।
শুভেচ্ছা..
কিছু রীতি পাল্টানো দরকার
বাস্তবজীবন আর কল্পনা এক নয়
ঠিক তাই