শিরা আর ধমনীর ঘরে
রোজদিন তিরতির তুরতুর
লাল রং আবেগ চলাচল করে;
দপদপ্ জ্বলে ওঠে ঘিয়ের আগুন
দপ্ করে নিভে যায় ফের
শুদ্ধ বা অশুচি সময়ের জের
সূচ হয়, ফাল হয়,
হার্ট ব্লক করে।
মাঝেমাঝে মাথাদের ভীড়ে
হারায় অলসবেলা চুপিচুপি কথা
বেজে ওঠে কোমল সন্তুর;
শূন্যে নির্মিত হয়
ফেলে আসা পল্লীর গান
আদি এক নদীটির তীরে।
কবিতায় শুভেচ্ছা জানিয়ে গেলাম প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী।
এ বড় মনখারাপের কবিতা ছিল ভাইয়া মুরুব্বী। তোমার শুভেচ্ছা হৃদয়ে রাখলাম।
আমি পড়ে বুঝেছি প্রিয় কবি।
ভাসমান মানুষের গল্প আমি জানি। তাদের জীবন আমার চোখের সামনে।
শূন্যে নির্মিত হয়
ফেলে আসা পল্লীর গান
আদি এক নদীটির তীরে।
শুভেচ্ছা প্রিয় কবিকে
এ যেন শূন্যে গড়ে তোলা এক মোহউদ্যান। ভালো থাকুন প্রিয় সাইদুর রহমান।
বেশ বরাবরের মতো।
অশেষ ধন্যবাদ প্রিয় ফকির আবদুল মালেক।
স্মৃতিবাহী জীবন পথ ছায়াহ্নে সৃজিত করে নবীন কোনো পথের পাথেয় এভাবেই স্মৃতি চলে মনের আঁধারে মনের আলোতে। ভালো লাগল লিখাটি শুভকামনা থাকবে চিরন্তন ভাবনায়।
আমার ভালোলাগা অবিরাম আপনার সঙ্গী হলো প্রিয় শামীম বখতিয়ার।
মাঝেমাঝে মাথাদের ভীড়ে
হারায় অলসবেলা চুপিচুপি কথা
বেজে ওঠে কোমল সন্তুর- অনেক ভালোলাগা কবিদা’!।
ভালো থাকুন
ভালোবাসা একরাশ প্রিয় ছোটভাই মামুন।
* প্রিয় কবি দাদা, ফিরে এলুম কিন্তু…
এমন কবিতা পড়ব বলে।
ধন্যবাদ কবি হুসাইন ভাই।
আপনার কবিতায় ভালোবাসা রেখে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি শ্রদ্ধেয় কবি দাদা।
শুভেচ্ছা কবি নিতাই বাবু।
ভাবনার নিপুণ কারুকাজ
ধন্যবাদ শান্ত চৌধুরী ভাই।
সুন্দর কবিতা।
শুভেচ্ছা কবি সুমন আহমেদ।
গম্ভীর কবিতা।
অনেকটা তাই কবি বোন।