প্রার্থনার আলো

একাদশী আকাশ দেখি।এই গতিপথে আমার ভ্রমণ,নিশ্চিত
জন্মের জলে ভাসিয়ে নেয় শব্দখেলা দিন,শাসনের রাত।
খুলে দিলে উদার প্রভাত,কে না পূজারী হয় বিজয়া দশমে……..।

তারপর মনোজ বীক্ষণে খুঁজে কাঁপনের দীর্ঘ প্রহর
ডর-ভয় কিছুই থাকে না,বিলাপ সমগ্র থেকে ধার নিয়ে
প্রার্থনার আলো,গোলার্ধে শুভার্থী হয়- ডুবে শিল্পকামে।

3 thoughts on “প্রার্থনার আলো

  1. তারপর মনোজ বীক্ষণে খুঁজে কাঁপনের দীর্ঘ প্রহর
    ডর-ভয় কিছুই থাকে না,বিলাপ সমগ্র থেকে ধার নিয়ে
    প্রার্থনার আলো,গোলার্ধে শুভার্থী হয়- ডুবে শিল্পকামে।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আসলেই নতুনত্বের অনুপ্রেরনা পেলাম ইলিয়াস দাদা
    ভাল থাকুন

মন্তব্য প্রধান বন্ধ আছে।