সেই মেয়েটা রোজই আসে
সবুজ ঘাসের স্বপ্ন বুনে,
নীলচে আলোর পরত গুনে
লুকিয়ে মাখে মেঘের ফেনা।
রাতের তারার আকাশ দেখে
হাত ছড়িয়ে হাওয়ায় ভেসে,
থমকে দাঁড়ায় ঝড়ের কাছে
পকেট ভরা তারার কুচি।
খুব গরমে রোদকে বকে
বৃষ্টিকে কে যে আগলে রেখে।
ওই মেয়েটা যখন আসে
চাঁদের আলোয় আকাশ ভাসে।
গপ্প বলে কথার ফাঁকে
মেঘ পরীদের সঙ্গে ডাকে
তুমিই জানো সেই মেয়েটা
একটু খানি পাগল কিনা!
আমিও তাকে লুকিয়ে দেখি
ছাদের মাঝে ঘুরতে থাকি
চোখের তারার মাঝে কি সে
রামধনুকে লুকিয়ে রাখে?
মাঝে মাঝে ভুল করে সে
আবোল তাবোল বকবকমে
মনটাকে তার লুকিয়ে রেখে
ছড়িয়ে পড়ে পরাগ মেখে।
রোজ সকালে চুপটি করে
পুব আকাশের জানলা খোলে,
চলতে গিয়ে পথের বাঁকে
থমকে গিয়ে তোমায় খোঁজে।
মেয়েটা বুঝি বড্ড সরল
একটু দস্যি নেইত গরল,
বৃষ্টি হলেই ভিজতে দেখি
ময়না, শালিক সঙ্গে রেখে।
আমি জানি কোথায় থাকে
আমার মনের ঠিক কিনারে
ফুল পরীদের কাপড় পড়ে
আমায় ছুঁয়ে দাঁড়িয়ে কাছে।
অবাক হয়ে আকাশ দেখে
মনে মনে গুনগুনিয়ে
হাজার তারার আলোর মাঝে
চাঁদের আলোয় স্নান করে সে।
সেই মেয়েটির জন্য আন্তরিক শুভকামনা।
সুখের বিষয় যে … ‘হাজার তারার আলোর মাঝে
চাঁদের আলোয় স্নান করে সে।’ বাহ্। মন্দ কি প্রিয় কবিবন্ধু রিয়া !!
ধন্যবাদ প্রিয় বন্ধু। ভাল থাকুন ভাল রাখুন।
অবাক হয়ে আকাশ দেখে
মনে মনে গুনগুনিয়ে
হাজার তারার আলোর মাঝে
চাঁদের আলোয় স্নান করে সে।
খুব ভালো লাগলো।
শুভেচ্ছা রইলো
ধন্যবাদ কবি মোঃ সাহারাজ হোসেন।
শুভেচ্ছা রেখে গেলাম প্রিয় কবির জন্য।
ধন্যবাদ কবি প্রহেলিকা।
মন্দ নয়
ধন্যবাদ শাহ আলম বাদশা দা।
রোজ সকালে চুপটি করে
পুব আকাশের জানলা খোলে,
চলতে গিয়ে পথের বাঁকে
থমকে গিয়ে তোমায় খোঁজে।
মেয়েটা বুঝি বড্ড সরল
একটু দস্যি নেইত গরল,
বৃষ্টি হলেই ভিজতে দেখি
ময়না, শালিক সঙ্গে রেখে।- অসাধারণ শব্দচয়ন এবং ছন্দ-মিল মুগ্ধ করার মতো।
শুভেচ্ছা।
ধন্যবাদ প্রিয় গল্প দা।
শুভেচ্ছা নিন কবি দি ।
আপনার জন্য শুভকামনা কবি মামুনুর রশিদ।
বাহ্ ভীষণ সুন্দর তো কবি রিয়া রিয়া।
ধন্যবাদ শাকিলা তুবা দি।
আমিও তাকে লুকিয়ে দেখি
ছাদের মাঝে ঘুরতে থাকি
চোখের তারার মাঝে কি সে
রামধনুকে লুকিয়ে রাখে?
মাঝে মাঝে ভুল করে সে
আবোল তাবোল বকবকমে
মনটাকে তার লুকিয়ে রেখে
ছড়িয়ে পড়ে পরাগ মেখে।
সহজ সরল ভাষায় চমৎকার কবিতা।
ধন্যবাদ গল্পকার মমি দা।
চমৎকার করি দিদি
শুভেচ্ছা কবিবাবু।
বাহ দারুণ লাগলো। শুভেচ্ছা গ্রহণ করুন মাননীয়া!
ধন্যবাদ প্রিয় অর্ক দা।