আজকাল একটু কেমন জানি বদলে গেছি
কোনো কিছুরই বাড়-বাড়ান্ত ভালো লাগে না
তবুও রোজ নিয়ম করে একবার হাঁটি
ডায়াবেটিসের ভয়
স্থুলতার ভয়
কোলেস্টরেলের ভয়
আর হাই ব্লাডপ্রেসার তো বাসা বেঁধেই আছে!
আমি হাঁটতে থাকি— হাঁটতে থাকি
আমার সাথে হাঁটতে থাকে রেললাইন
মাঝে মাঝে দুই একটি রিকশা, অটোরিকশা
এরা;
শুনেছি অনন্যা প্রজেক্টের এখন আর বেল নেই;
তবুও এখানে আসলেই আমাকে ভালোবাসায়
পেয়ে বসে, আমার শহরের এখানেই কেবল
একপায়ে দাঁড়ানো কিছু ঝাউ গাছ আছে,
কিছু ঘাস আছে; কাশবন আছে, কিচিরমিচির
আছে,
ওরা আমাকে ওদের নীরব ভালোবাসার কথা
শোনায়; ওরা আমাকে মুক্তির কথা শোনায়!
আমি বলতে পারি না
তোমাদের জন্য আমারও তেমন ভালোবাসা আছে
যেমন আমার শরীরের প্রতি আমার ভালোবাসা আছে;
মুনিয়া পাখির মতো আমারও টুনটুনি মন আছে
আমি বলতে পারি না — কতো কিছু, কতো কিছু
আমার কেবল বাকরুদ্ধ হয়ে আসে——!!
কবিতায় মুগ্ধতা রেখে গেলাম প্রিয় কবি!
শুভ সন্ধ্যা।
কৃতজ্ঞতা কবি।।
মুক্তিরও মন্দিরও সোপান তলে কত প্রাণ হলো অবসান –
আপনি ভালো থাকবেন আশা করি ।
শুভকামনা জানবেন ।
আপ্লুত হলাম।। কৃতজ্ঞতা কবি।।
আমার শহরের এখানেই কেবল
একপায়ে দাঁড়ানো কিছু ঝাউ গাছ আছে,
কিছু ঘাস আছে; কাশবন আছে, কিচিরমিচির
আছে,
ওরা আমাকে ওদের নীরব ভালোবাসার কথা
শোনায়; ওরা আমাকে মুক্তির কথা শোনায়
কৃতজ্ঞতা মামুন ভাই।
সুন্দর লিখন। ধন্যবাদ প্রিয় কবি জসীম উদ্দীন মুহম্মদ।
কৃতজ্ঞতা ভাইয়া—-।।
অসাধারণ লাগল দাদা
কৃতজ্ঞতা অশেষ–।।