খোকা আমার যুদ্ধে গেছে পাঁচ মাস ধরে
লাল সবুজের পতাকা নিয়ে ফিরবে আবার ঘরে।
খোকা আসবে লাল সবুজ পতাকা নিয়ে
এই ভাবনায় মায়ের রাতদিন কাটে
পথের দিকে মা জননী চেয়ে থাকে
এইতো বুঝি খোকা আসছে হেঁটে।
তোর জন্যে রাখা আছে বরণ ধানের
চিঁড়া বিন্নি ধানের খই, গাছে আছে
নারিকেল আর পুকুর ভড়া কৈ
যুদ্ধ শেষ ঘরে ফিরে আয় খোকা
ওরা বলে তুই না কি গেছিস চিরতরে?
তুইতো না-বলে কোথাও যাসনা খোকা
যুদ্ধে যেতে ধরেছিলি বায়না আমার কাছে।
তুই কি রাগ করেছিস? করেছিস কি অভিমান?
তুই নাকি রক্ষা করবি দেশের মান সন্মান।
আশায় আশায় দিন চলে যায়
তুই আসবি সেই আশায়
আয় খোকা আয় কোলে ফিরে আয়
তোর মায়ের আঁচল তলায়…
10 thoughts on “মাগো তোমার খোকা যুদ্ধে গেছে পাঁচমাস হলো”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শুভ সকাল কবি মোহাম্মদ আয়নাল হক। কবিতার জন্য ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ।প্রিয়
শুভ কামনা
গ্রেট কবিতা!
অনেক অনেক শুভেচ্ছা জানবেন কবি।
ভালো লাগলো।
শুভেচ্ছা।
অনেক অনেক ধন্যবাদ।প্রিয়!শ্রদ্ধেয় কবি মামুন দাদা ভাই
ভালো লাগলো । শুভ কামনা জানবেন ।
অসংখ্য ধন্যবাদ।ও কৃতজ্ঞতা সেই,সাথে শুভ কামনা রইল। আপু