চাতকিনী

জখম তারারা মৃত্যু মৃত্যু খেলা শেষে
শ্মশানে বসে থাকা চাতকিনীর দিকে উড়ে যায়
জ্যোৎস্নায় দুলে ওঠা পাহাড়ের আল
চাতকিনী…
তারা দুই বা চার চোখ মেলে ফরেনসিক কবিতা লেখে
নিজের কাহিনী ধামাচাপা রেখে, অন্যের ঝুড়ি খুলে
সাপের হিসেব করে….
কিছু ব্যকুলতা ঝরে পড়ে, নিজেকে চেনার কালে,
সেখানে বিনাশিকতার নতুন রচনা তৈরি হবে…
চোখ দুটো ক্রমশ: উপরের দিকে উঠতে উঠতে
ফানুসের মত আকাশে উড়ে যায়
জ্যামিতির বই খুলে দেখে হাইপারবোলার ব্যাসার্ধ কি?
পার্টিকল ডায়নামিক্স-এর প্রজেক্টাইল প্রক্ষেপ করে
জ্যোছনার আলো আজো অধরা….
খালি ঠোঁট টেপা বা দন্তবিকশিত হাসি অন্যের জানলায়
মুখব্যাদান করে চেয়ে থাকে।

6 thoughts on “চাতকিনী

    1. আপনি আমার নমস্কার নেবেন | অনেক ধন্যবাদ সহযোগিতার জন্য |

মন্তব্য প্রধান বন্ধ আছে।