শব্দনীড়কে আদর্শ সাহিত্যব্লগ করতে আমার কিছু পরামর্শ

আমি একসময় ব্লগে নিয়মিত ছিলাম। কিন্তু চাকরিগত ও বিভিন্ন কারণে ২ বছর যাবত সমস্ত ব্লগ থেকেই নির্বাসিত আছি। মূলত ব্লগগুলো গতানুগতিকতার ধারায় আমি খাপ খাওয়াতে পারছিলাম না। একঘেয়েমীও লাগছিল। তাই ফেসবুকের একটি ব্যতিক্রমী একটি ‘রঙধনু সাহিত্যগ্রুপ’ [www.facebook/groups/littlemagazinechharpotro] খুলে সাহিত্যের নবদিগন্ত চালুর চেষ্টা করে সফল হয়েছি। আমার অভিজ্ঞতা থেকেই আমার আজকের কিছু প্রস্তাব যেমন দিলাম তেমনই এখন আবার শব্দনীড়কে দিয়েই ব্লগে আগমন ঘটেছে আমার। আমার গ্রুপে ঢুকে আরো বহু সৃজনশীল ইভেন্ট দেখার অনুরোধ করছি। এই গ্রুপ এখন ফেসবুকের সবচে সক্রিয় ও সেরাগ্রুপে পরিনত হয়েছে, এডমিন ২১জন। জানিনে এই ব্লগে এডমিন/মডারেটর কতজন। তবে ইভেন্টের সংখ্যানুযায়ী মোডারেটর নিযুক্ত করে তাদের আলাদা আলাদা দায়িত্ব দিলেই বেশি উপকার পাওয়া যাবে। দায়িত্বে কেন্দ্রীয়করণের বদলে বিকেন্দ্রীয়করণেই ফায়দা বেশি পাওয়া যায়। অবৈতনিকভাবে অনেক সাহিত্যিকই ে দায়িত্বপালনে এগিয়ে আসবেন চাইলে।

ব্লগসম্পর্কে আমার মূল্যায়ন হচ্ছে যে, একটা ব্লগ খুলে শুধু পোস্টিং অপশন চালু করলেই তা জনপ্রিয়তা পায় না। এজন্য দরকার গতানুগতিকতা পরিহার করে গঠনমুলক ও সৃজনশীল ধারার। শুধুই পোস্ট করা আর দু’চারজনের মন্তব্য থাকলেই ব্লক চলে না বা জনপ্রিয় হয় না। সবব্লগেই এই গড্ডালিকাপ্রবাহ চলমান, নতুনত্বের ধারধারে না কেউই। এজন্য যেমন ব্লগের সক্রিয় এডমিন-প্যানেল থাকতে হবে তেমনই নতুন নতুন প্রতিযোগিতামুলক বিষয় চালু করে লেখকদের মাতিয়ে রাখতে হবে। আমার বিশ্বাস আমার অভিজ্ঞতার আলোকে দেয়া নিচের পরামর্শসহ নতুন নতুন ইভেন্ট নিয়ে এগিয়ে এলে শব্দনীড় সবার সেরা হবেই।

শব্দনীড়কে আদর্শ সাহিত্যব্লগ করতে হলে আমার কিছু পরামর্শঃ

১। দেশের প্রতিষ্ঠিত লেখকসহ ব্লগের সাহিত্যিকদের লেখার মানানুযায়ী একটি ধারাবাহিক তালিকা তৈরি করে নির্ধারিত প্রশ্নের ভিত্তিতে একেকজনের সাপ্তাহিক সাক্ষাৎকার প্রচার করা হলে সাড়া পড়বে। এই তালিকা নির্ধারিত এডমিন/মডারেটর বাছাই ও আপডেট করবেন।

২। কবিতা, ছড়া, গল্প, রম্য, কল্পকাহিনী, প্রবন্ধভিত্তিক সাপ্তাহিক ও মাসিক সাহিত্যপ্রতিযোগিতা চালু করলে ব্লগের বিস্ময়কর উত্থান ঘটবে। বিজয়ীদের পুরস্কৃত করা যেতে পারে। বিভাগভিত্তিক নির্দিষ্ট বিচারক-প্যানেল করে ব্লগের সাহিত্যিকদের এসব পরিচালনায় যুক্ত করা যেতে পারে।

৩। নিয়মিত সাপ্তাহিক সেরাদশ বা বিশজন মন্তব্য/সমালোচককে বাছাই করে নোটিশবোর্ডে ঝুলিয়ে দেয়া যায় বা স্টিকিপোস্ট করা যায়। এতে উৎসাহ বাড়বে লেখকদের।

৪। ব্লগের উদ্যোগে নির্দিষ্ট বিষয়ভিত্তিক সাপ্তাহিক আলোচনানুষ্ঠান পরিচালনা করা যায়। এতে আমন্ত্রিত একজন সাহিত্যিক মডারেটর/পরিচালক থাকতে পারে।

শাহ আলম বাদশা সম্পর্কে

৮০ দশকের কবি, ছড়াকার, গীতিকার বিশেষত; শিশুসাহিত্যিক। ৬টি প্রবন্ধ সংকলন, ৩টি গল্পসংকলন, ৩টি শিশুতোষ ছড়াগ্রন্থ, ২টি ছড়াগ্রন্থ, ৩টি কাব্যগ্রন্থ, ৭টি অডিও-ভিডিও এলবাম প্রকাশিত হয়েছে। ১৯৭৭ সাল থেকেই বাংলাদেশ ও ভারতের পত্র-পত্রিকায় লেখালেখি। ১৯৭৮ সালে তৎকালীন রেডিও বাংলাদেশ রংপুর কর্তৃক ‘‘উত্তরবঙ্গের শ্রেষ্ঠ ছড়াকার’’ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। ১৯৮৬ সালে সিলেট ছড়া পরিষদ কর্তৃক ছড়ায় অবদান রাখার জন্য পুরস্কৃত। ১৯৮৭ সাল পর্যন্ত জাতীয় বিভিন্ন দৈনিকে সাংবাদিকতাছাড়াও বিভিন্ন সাহিত্য পত্রিকা যেমন; লালমনিরহাট থেকে ত্রৈমাসিক চলমান, ত্রৈমাসিক ব্যতিক্রম, ত্রৈমাসিক দারুচিনি, ত্রৈমাসিক কিশোরকন্ঠ, ত্রৈমাসিক প্রজাপতিসহ (অধুনালুপ্ত) বিভিন্ন পত্রিকার সম্পাদক এবং লালমনিরহাটের প্রথম প্রকাশিত ‘সাপ্তাহিক জানাজানি’র প্রতিষ্ঠাতা সাহিত্যসম্পাদক ছিলেন। শাহ আলম বাদশা’র প্রকাশিত অডিও-ভিডিও এলবাম এবং গ্রন্থসমূহঃ ১। ভোরের পাখিরা [অডিও-ভিডিও এলবাম-১৯৮৯] ২। শিহরণ ১ ও ২ [অডিও এলবাম-১৯৯৩] ৩। শিহরণ ২ [অডিও এলবাম-১৯৯৩] ৪। প্রত্যয় [অডিও এলবাম-১৯৯৪] ৫। প্যারোডি গান [অডিও এলবাম-১৯৯৫] ৬। তথ্য পেলেন কাশেম চাচা [নাটিকার ডিভিডি-২০০১৪] ৭। তথ্য কমিশনের বিচারিক কার্যক্রম [প্রামাণ্যচিত্রের ডিভিডি-২০১৪] ৮। কিশোকন্ঠ গল্পসমগ্র-১ (গল্পগ্রন্থ)-২০০১] ৯। মা ও শিশু [প্রবন্ধগ্রন্থ (১খণ্ড)-২০০৬] ১০। মা ও শিশু [প্রবন্ধগ্রন্থ (২খণ্ড)-২০০৭] ১১। মা ও শিশু [প্রবন্ধগ্রন্থ (৩খণ্ড)-২০০৮] ১২। মা ও শিশু [প্রবন্ধগ্রন্থ (৪খণ্ড)-২০০৯] ১৩। স্বপ্ন দিয়ে বোনা [গল্পগ্রন্থ-২০১৩] ১৪। মুক্তিযুদ্ধ এবং অন্যান্য গল্প [গল্পগ্রন্থ-২০১৫] ১৫। দুরছাই ধুত্তোরী ছাই [শিশুতোষ ছড়াগ্রন্থ-২০১৫] ১৬। ছড়িয়ে দিলেম ছড়া [ছড়াগ্রন্থ-২০১৬] ১৭। হৃদয়জমিন [কাব্যগ্রন্থ-২০১৬] ১৮। নিপুণ শব্দস্রোত [কাব্যগ্রন্থ-২০১৬] ১৯।লিন্তামণির চিন্তা-[শিশুতোষ ছড়াগ্রন্থ-২০১৬] ২০। ছোট্টমণির প্রশ্ন অনেক [শিশুতোষ ছড়াগ্রন্থ-২০১৭] ২১। ধোঁয়াচ্ছন্ন অন্ধকার-[কাব্যগ্রন্থ-২০১৭] ২২। ছড়াময়-[ছড়াগ্রন্থ-২০১৭] ২৩। লিমেরিক-[লিমেরিকগ্রন্থ-২০১৭] ২৪। কমন-স্যার-[গল্পগ্রন্থ-২০১৭]

32 thoughts on “শব্দনীড়কে আদর্শ সাহিত্যব্লগ করতে আমার কিছু পরামর্শ

  1. আলোকিত বিষয়ে আমার মতামত জানাতে আমি একটু সময় নেবো।
    অসংখ্য ধন্যবাদ প্রিয় শাহ আলম বাদশা ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    1. আমি সবব্লগ থেকেই ২বছর দূরে ছিলাম। এখন শব্দনীড়কে দিয়ে যাত্রাশুরু। কোনো সাহায্য চাইলে করতে পারবো। ধন্যবাদ

  2. সুন্দর প্রস্তাব। বাস্তবায়ন করতে পারলে কাজে আসবে বলে আমার ধারনা।
    ধন্যবাদ প্রিয় বাদশা ভাই :)

  3. সুপরামর্শের জন্য ধন্যবাদ। নীড় সঞ্চালক এর দৃষ্টি আকর্ষণ করছি।

  4. সুন্দর প্রস্তাব।
    ব্লগে একজন লেখক আরেকজন লেখকের পাঠক, এভাবেই দেখে আসছি। আস্পল পাঠক কোথায়?
    এমন ও দেখি, এক লেখক আরেক লেখকের লেখা আগ্রহ ভরে পড়ে কমেন্ট করেছেন, অথচ নিছক ভদ্রতার বশবর্তী হয়েও কমেন্টের উত্তর ও দেন না কেউ কেউ।
    লেখকের আগ্রহের কথাটা তুললেন, অথচ আপনি নিজেই অন্য লেখকদের উতসাহ দিতে তাদের পোষ্টে ক’বার গিয়েছেন প্রিয় বাদশাহ ভাই? :)
    থিওরির সাথে সাথে বাস্তবে ও কিছু করে দেখানো প্রয়োজন। আমি যা বলি সামনে বলি, তাই শুনতে একটু কেমন শুনায়।
    শুভকামনা আপনার এবং শব্দনীড়ের জন্য।
    ভালো থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. আমি দীর্ঘদিন ব্লগের বাইরে আছি, সবেমাত্র শব্দনীড় দিয়ে শুরু করেছি। তাই অপেক্ষা করেন, আমি ফেসবুকে সবচেবেশি মন্তব্যকারী লেখক দাবি করি নিজেকে। ধন্যবাদ

  5. আপনার পরামর্শ চমৎকার । আমি যতটুকূ জানি শব্দনীড় ব্লগ হিসাবে অন লাইনে চালু থাকার জন্য যে অর্থ প্রয়োজন তা কতৃপক্ষের হাতে নেই । সঞ্ছালকের পোষ্ট থেকে জেনেছি ব্লগ চালু আছে কোন দুই/একজন সুহৃদের সহায়তায় । আগে ব্লগ নিয়মিত চালু থাকা দরকার অন্তত আমি তাই মনে করি ।

    1. আমার প্রস্তাববাস্তুবায়নে কোনো অর্থের দরকার নেই যদি টোকেন পুরষ্কারের ব্যবস্থা না-ই করা হয়। ধন্যবাদ

    2. আপনার প্রস্তাব বাস্তবায়নের জন্য অর্থের প্রয়োজন নেই ঠিক । কিন্তু শব্দনীড়কে চালু রাখতে অর্থের প্রয়োজন। আমি তাই বলতে চেয়েছি ।

  6. পোষ্টের জন্য আপনাকে সাধুবাদ জানাই।
    আপনার পোষ্ট থেকে বুঝা যাচ্ছে আপনি শব্দনীড়কে নিয়ে কতটুকু ভাবছেন।
    শব্দনীড়ের সমস্ত পোষ্টগুলি লক্ষ্য করলে দেখা যায় এখানকার প্রায় সকল লেখকই সাহিত্য বিষয়ক পোষ্ট দিয়ে থাকেন, বিশেষ করে কবিতা। এতে বুঝা যায় এখানকার ব্লগারদের সামগ্রিক প্রবণতা।
    আপনার চারটি প্রস্তাবনা বাস্তবায়ন করতে পারলে অবশ্যই শব্দনীড় আদর্শ সাহিত্য ব্লগ হয়ে উঠবে বলে আমিও বিশ্বাস করি। কিন্তু এর জন্য প্রয়োজন কয়েকজন, অন্তত একজন নিবেদিতপ্রাণ যোগ্য ব্লগার যিনি বা যারা এই কার্যক্রমগুলি পরিচালনা করবেন। তেমন কোন উদ্যেগী এগিয়ে এলে অবশ্যই আপনার প্রস্তাবনা বাস্তবায়ন করা সম্ভব।
    প্রাথমিক ভাবে আপনার প্রস্তবনার ২ ও ৩ নং অংশদুটি বাস্তবায়ন করা খুবই সম্ভব।

    ২। কবিতা, ছড়া, গল্প, রম্য, কল্পকাহিনী, প্রবন্ধভিত্তিক সাপ্তাহিক ও মাসিক সাহিত্যপ্রতিযোগিতা চালু করলে ব্লগের বিস্ময়কর উত্থান ঘটবে। বিজয়ীদের পুরস্কৃত করা যেতে পারে। নির্দিষ্ট বিচারক-প্যানেল করে ব্লগের সাহিত্যিকদের যুক্ত করা যেতে পারে।
    ….
    প্রাথমিকভাবে মাসিক ভাবে এটা চালু করা যায়। যদি এমন কাউকে খুজে পাওয়া যায় যিনি এটা পরিচালনা করবেন বা এতে সময় দিবেন।

    ৩। নিয়মিত সাপ্তাহিক সেরাদশ বা বিশজন মন্তব্য/সমালোচককে বাছাই করে নোটিশবোর্ডে ঝুলিয়ে দেয়া যায় বা স্টিকিপোস্ট করা যায়। এতে উৎসাহ বাড়বে লেখকদের।
    …..
    এটা মডারেটর সাহেব নিজে উদ্যেগী হয়েই করতে পারেন।

  7. খুব ভাল পরামর্শ, কিন্তু পরামর্শের সাথে সাথে দু এক কদম এগিয়ে আশাটাও জরুরী, খুব ভাল কিছু হবার সময়টাও হয়ত খুব বেশি দূরে নয়। ভাল থাকুন সতত প্রিয় শাহ আলম বাদশা ভাই।

  8. সুন্দর প্রস্তাবনায়,সহমত প্রকাশ শ্রদ্ধেয় প্রিয়কবি

  9. অনেকের স্তুতি বাক্য শুনে আপ্লুত হলাম এ কথা সত্য। ইংরেজিতে একটা কথা পড়েছিলাম ছোট বেলায়; এখনও মনে আছে easy to say but hard to do! অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে, আমাদের দেশে ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার এদের অভাব নেই কিন্তু ফোরম্যানের অভাব প্রচন্ড।

  10. রি-এডিটেড পোস্টের বক্তব্য এবং মন্তব্য ঘরে সহ-ব্লগারদের মন্তব্য পড়লাম।
    এবার পোস্টে আলোকিত বিষয়ে আমার অভিমত। একান্তই ব্যক্তিগত।

    আপনার সাংগঠনিক দক্ষতার পরিচয় আমি আগে পড়ে লক্ষ্য করেছি।

    আপনি যথার্থ বলেছেন, একটি ব্লগকে সক্রিয় ও সেরা মানে পরিনত করতে নার্সিং প্রয়োজন। শব্দনীড় এ এডমিন ০১ জন। এই ব্লগে আরও এডমিন বা মডারেটর প্রয়োজন। তবেই সার্বিক অনেক বিষয় দেখভাল এবং বিবিধ ইভেন্টে বাড়ানো যাবে। দায়িত্ব কেন্দ্রীয়করণ করা উচিত। এতে ব্লগ সামনেই বাড়বে। পেছাবে না।

    আমার বিশ্বাস অবৈতনিকভাবে অনেক সাহিত্যিকই এগিয়ে আসবেন। ঠিক এই পয়েন্টই আমার প্রস্তাবনা হচ্ছে, আপনি স্বয়ং শব্দনীড় এর পাশে এসে দাঁড়ান।
    আপনার নেতৃত্বে শুরু হোক শব্দনীড় এর এগিয়ে চলা। নতুন নির্দেশ চাই।

    শব্দনীড় ব্লগ নির্বাহ ব্যায় ভার বহনে আপনি এগিয়ে এলে ব্লগ নিরাপদ হতো।
    মাসিক পাঁচ হাজার টাকা ব্যয়ভার অনেকের অনেক; অনেকের কিছু নয়।
    প্রস্তাবের বিপরীতে আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।

    1. অনেক ধন্যবাদ ভাই। আসলে আমার আন্তরিকতার অভাব নেই কিন্তু সাধ্য ও সময়ের বড়ই অভাব। তাই ২বছর আগেই বেশ কয়টি ব্লগের মডারেটর থেকে অবসর নিতে বাধ্য হই। এখন ব্লগে লেখক হিসেবে ফিরতে চাইলেও মডারেটরের গুরুদায়িত্ব নেয়া সম্ভব হবে না ভাই। কারণ আমার ফেসবুক গ্রুপেও আমি সময় দিতে পারি না। কিন্তু অন্য প্রশিক্ষিত এডমিনরাই তাকে এগিয়ে নিচ্ছে।

      তবে প্রস্তাবনার আলোকে আপনি চাইলে ধরাবাঁধা দায়িত্বের বাইরে থেকেই আমি অন্য দায়িত্বপালনে চেষ্টা করবো। ফোনে আরো কথা হতে পারে।

    2. আপনার ফোনের অপেক্ষা থাকবে। এফবি ইনবক্সে আমার নাম্বার দেয়া আছে।
      সময়ের সুযোগে নিশ্চয়ই আলাপ হবে। ধন্যবাদ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।