দুটো অণুগল্প

হঠাৎ চিঠি

কলিংবেলটা বেজে উঠলো। একটা চিঠি হাতে ধরিয়ে দিয়ে গেলো পোস্টম্যান। খামের উপরে গোটাগোটা অক্ষরে লেখা আমার ভালো নাম, ঠিকানা।

এদিক ওদিক তাকালাম। খাম খুলতেই, পরিষ্কার বাংলা ভাষা, জড়তা নেই ” ছাইপাঁশ লিখে আর কারো সাথে জড়াওনি নিশ্চই!” সদ্য উদিত সূর্যটা যেন লাল হতে হতে সশব্দে ফেটে পড়ছিলো।

“এই কে এলো গো?”
“কেউ না” বলেই খামটা চালান করে দেই বুক পকেটে। কপালে চিকণ ঘামের রেখা মুছতে গিয়ে টের পাই হাতে লেগে থাকা দোলনচাঁপার সুবাস।

সমর্থন

-দ্যাখেছিস এলাকার নতুন ভাড়াটিয়া; সালামটা পর্যন্ত দিলো না। শালা ছোট লোকের বাচ্চা।

-ঠিক ভাই ঠিক!

-আবার সে ওই টেবিলে বসেছে, যে টেবিলে বসে আমি প্রতিদিন চা খাই। শালাতো ফকন্নির বাচ্চা।

-ঠিক ভাই ঠিক।

-চল শালার ঘাড় ধরে তুলে দিয়ে আমরা বসি।

-ঠিক ভাই ঠিক।

কথা শুনে নতুন ভাড়াটিয়া উঠে দাঁড়াল। তারপর ভাড়াটিয়া মুচকি হেসে বেরিয়ে গেলে পাশের টেবিল থেকে মৃদুস্বরে কেউ বলে উঠেঃ
কি দুনিয়ার আজব খেলা
বাপেরেও “ভাই” ডাকে পোলা

13 thoughts on “দুটো অণুগল্প

  1. স্মৃতিকাতরতা – চিঠি পেয়ে সেটা আরো বেড়ে যাওয়া এরপর গোপন দীর্ঘশ্বাস –
    পরেরটাও ভালো ।
    শুভকামনা জানবেন ।

  2. অসাধারণ এবং অনবদ্য দুটি অণুগল্প। নিয়মিত লিখা চাই মি. প্রহেলিকা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয়। নিয়মিত আসার চেষ্টায় আছি। পাশে থাকবেন।

  3. সুন্দর অণুগল্প দু’টি :)
    অনেক ভালো লিখো তুমি। আরো অনেক অনেক গল্প চাই।
    শুভেচ্ছা…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. আপনি গল্পকার হয়ে উৎসাহ দিলে যারপরনাই খুশি হই। ভালবাসা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।