দুপুর দুপুর হলে দরজাও ঢুকে পড়ে ছায়ার কবলে
চৌকাঠ ছিলো সেই মান্ধাতা যুগে, আজ তারা কল্পকাহিনী
নিজেকেই চিরি ফাড়ি এই অবসরে নিঃশ্বাস বন্ধ করা নিঃশব্দ দুপুরে
আশ্চর্য! আশ্চর্য সেই রোবটের অখিল পোস্টমর্টেম
স্নায়ু কই! রক্ত কই! হাড় – মাংস – মন! ত্বকের গভীরে জ্যান্ত মরীচিকা!
তারকাঁটা ঘেরা এক রহস্যজাল, কুয়াশায় নির্লিপ্ত নোম্যানসল্যান্ড
হাড় নেই, মাঝেমাঝে কালাশনিকভ খুনির আইবল ঘুরিয়ে তাকায়
খানায় খোঁদলে যত বৃদ্ধা প্রতিশ্রুতি পচা শব ভাসিয়ে গন্ধ ছড়ায়
শুদ্ধ কিছু আছে নাকি, হে রিক্ত সময়!
নীলামে উঠেছে দুপুর, শান্ত ছেলেবেলা, নরম মননের পরিত্যক্ত পাললিক মাটি।
5 thoughts on “নিজকিয়া ৫৩”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
দুপুর দুপুর হলে দরজাও ঢুকে পড়ে ছায়ার কবলে
চৌকাঠ ছিলো সেই মান্ধাতা যুগে, আজ তারা কল্পকাহিনী
নিজেকেই চিরি ফাড়ি এই অবসরে নিঃশ্বাস বন্ধ করা নিঃশব্দ দুপুরে
অনেক সুন্দর এই সিরিজ লিখা। অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র।
অনেক অনেক সুন্দর রচনা।
শুভেচ্ছা জানবেন
নেই তো হৃদয় – সে এক হাহাকার –
কালা শনিকভ খুনির আইবল ঘুরিয়ে তাকায় – চমৎকার ।
শেষটা অসাধারণ লেগেছে যদিও আপাদমস্তক ভাল লেগেছে।
শুদ্ধ কিছু আছে নাকি, হে রিক্ত সময়!
নীলামে উঠেছে দুপুর, শান্ত ছেলেবেলা, নরম মননের পরিত্যক্ত পাললিক মাটি।
এমন চরণ সত্যি ভালোলাগা তৈরী করে। শুভেচ্ছা কবিকে।