প্রতীক অরণ্য খুঁজি চাঁদ চাষাবাদে

প্রতীক অরণ্য খুঁজি চাঁদ চাষাবাদে। জীবন যথেষ্ট নয়,
দৃশ্যভোরের প্রিয় প্রজনন অপ্রতুল বৃষ্টির মতোই থেকেছে দৃষ্টির গ্রহসীমার বাইরে। তবুও বর্ষারথে চড়ে হয়েছি বারবার বেনামি পরিজন। মোহের গ্রন্থাগারে তবে কি দ্বিধাই উজ্জ্বল চাঁদ!
কিংবা ডিজিটাল ফ্রেমে বন্দী মুক্ত রাগিনী!
জানি না, ঘুঙুর বাজিয়ে নাচে যে জন,
ডিঙি বেয়ে অন্য যে জন অাঁকে গভীর নদী-সম্বন্ধ,
তাদের জীবনে বিরহ ও বসন্ত সংখ্যা সমান কিনা। লতা ও ললিতে জড়ানো আগুন বয়ে তারাও কি যায় চাঁদের গহীন থেকে আলো ঋণ নিতে।

4 thoughts on “প্রতীক অরণ্য খুঁজি চাঁদ চাষাবাদে

মন্তব্য প্রধান বন্ধ আছে।