চাঁদ কুমারী

309-janaojana-1-600x330

একলা একা কোথায় উড়ি
হারিয়ে গেল সোনার নুড়ি।

মনটা আজ স্বপ্ন মাখা
থরে থরে সাজিয়ে রাখা।

মেঘলা আকাশ ছুঁয়ে গেল
স্বপ্ন গুলো কুড়িয়ে নিল।

চাঁদের গায়ে জোসনা মাখা
নিশীথ রাতে তাকিয়ে থাকা।

কোথায় আছো চাঁদ কুমারী
দেখছি আলোর ছড়া ছরি।

15 thoughts on “চাঁদ কুমারী

  1. অনন্য সাধারণ আপনার লিখা। হৃদয় কাড়া। এবং মগ্ধকাড়া।
    অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম মি. মেঘবালক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আপনিও শুভেচ্ছা নিবেন। আপনার মন্তব্য অন্য সকল ব্লগারদের অনুপ্রাণিত করেন।

  2. সুন্দর ছন্দ, অন্তমিল আর শব্দচয়নে মুন্সিয়ান্য মুগ্ধ হলাম।
    শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. পদ্যের এই রসায়ন ও বেশ । ভালোই লাগে পড়তে ।
    শুভকামনা জানবেন ।

    1. আমার ব্লগ বাড়ীতে আপনাকে স্বাগতম। মন্তব্যের জন্য ‍ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।