মেঘবালক এর সকল পোস্ট

শুভেচ্ছা

1455566444
ভাষার মাসে সবাইকে শুভেচ্ছা,

বাংলা ভাষার ব্যবহার হোক সর্বত্র। ভাষা শহীদের মাসে এই শপথ গ্রহণ করি।

ভাষাশহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিনম্র শ্রদ্ধা জানাই তাঁদের প্রতি।
বাংলাভাষা, বাংলাদেশ এবং আমাদের ঐতিহ্য সংরক্ষণে আরো উদ্যোগী হই।
সবাই ভালো থাকুন।
saifebhuyan_1328791057_1-POST2-a

চাঁদ কুমারী

309-janaojana-1-600x330

একলা একা কোথায় উড়ি
হারিয়ে গেল সোনার নুড়ি।

মনটা আজ স্বপ্ন মাখা
থরে থরে সাজিয়ে রাখা।

মেঘলা আকাশ ছুঁয়ে গেল
স্বপ্ন গুলো কুড়িয়ে নিল।

চাঁদের গায়ে জোসনা মাখা
নিশীথ রাতে তাকিয়ে থাকা।

কোথায় আছো চাঁদ কুমারী
দেখছি আলোর ছড়া ছরি।