গন্ধের রঙ গোলাপী

সেদিন সিটিসেন্টারে গাড়িতে ওঠার পরে আমি শুধুই তাকিয়েছিলাম
দেখছিলাম তোমার কপালের জমে ওঠা ঘাম, নাকের পাশে
মেকআপ অবশেষ আর নরম ফর্সা হাতে শেষ প্রহারের কালশিটে,
তোমার চোখের কালো আইবলের গভীর তলে সাঁতার কাটছিল
মিথ্যে ঘরকন্নার ভাঙাচোরা শতাব্দী প্রাচীন মিথ;
সেই কালসন্ধের বিচিত্র আলোয় একবারের জন্যেও ছুঁয়ে নষ্ট করিনি
ভালোলাগার দামী মুহূর্ত, দামোদরের পাড় দিয়ে
গাড়ির চাকা সাক্ষী রেখে যাচ্ছিল আমাদের যাওয়া-আসার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স।
স্থির জলে কচুরিপানা বিকেলের খেলায় উছলে এ ওকে ঠেলা দিচ্ছিল
কয়েকটা মাছরাঙা আর বক নিস্পলক তপস্যায় খাবারের ধ্যানে মজে
কয়েকজন ল্যাংটা ছেলে অদ্ভুত ঐশ্বরিক আনন্দে লাফাচ্ছিল গাছের ডালে
আর পাচ্ছিলাম এক আশ্চর্য গন্ধ, ভেসে আসছিল
তোমার ঠোঁট, চিবুক, তোমার নিভৃত স্তন কিম্বা মসৃণ জঙ্ঘার তলদেশ থেকে
গন্ধের রঙ যে গোলাপী হয়, গন্ধেরও যে রঙ থাকে ডুবতে থাকা
শেষ সূর্যের আলোয় দামোদরের জল থেকে ছিটকে আসা শিশমহলের গল্প সেদিন শুনিয়েছিল।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

20 thoughts on “গন্ধের রঙ গোলাপী

    1. ভলেোবাসা মোঃ সাহারাজ হোসেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  1. গন্ধের রঙ যে গোলাপী হয়, গন্ধেরও যে রঙ থাকে ডুবতে থাকা
    শেষ সূর্যের আলোয় দামোদরের জল থেকে ছিটকে আসা শিশমহলের গল্প সেদিন শুনিয়েছিল।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ভালোবাসা মহ. আল মামুন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. কিছু কিছু স্টাইল লিখক নিজের অজান্তেই তৈরী করে ফেলেন।
    দূর থেকে দেখলেও বোঝা যায় এটা তাঁর লিখা। যেমন এই লিখা সৌমিত্রের। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অনেক ধন্যবাদ প্রিয় ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ধন্যবাদ কবি মামুনুর রশিদ ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ভালোবাসা সালজার রহমান সাবু ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. কবিতায় অসাধারণ কাজ। অভিনন্দন কবি সৌমিত্র চক্রবর্তী। 

    1. ভালোবাসা কবি সুমন আহমেদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. ভাব-ব্যঞ্জনা এবং লেখার পরিপক্কতায় ভীষণ মুগ্ধ !

    এমন কবিতার স্বাদই আলাদা। মনে লাগলে আর যায়না!  দারুণ !!

    1. মন ভালো করে দিলেন কবি ডেজারট ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ধন্যবাদ মমি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. পড়লাম দাদা বেশ ভালো লাগলো। 

    1. খুশি হলাম সালজার রহমান সাবু ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।