এক
দক্ষতা যোগ্যতা বুদ্ধিমত্তা বা সৌন্দর্য নয় সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়াটাই মুখ্য।
দুই
আপনি গুনী ভালো কথা, তবে সেই সিদ্ধান্তটা অন্যদের নিতে দিন।
তিন
আপনি যদি সোজা ভাবে সোজা পথে চলতে অভ্যস্ত হন অনেকের জন্য সেটা অস্বস্তিকর হতে পারে তারপরও দু-চারজন ঠিক সেটাতে অভ্যস্ত হয়ে উঠবে এবং এরাই আপনার প্রকৃতজন।
সততা ছাড়া দক্ষতা মূল্যহীন
অনেক জ্ঞান অর্জন করা গেল!!!!
যাপিত জীবনের অভিজ্ঞতা অনেক পরীক্ষিত এবং মুল্যবান।
দক্ষতা যোগ্যতা বুদ্ধিমত্তা বা সৌন্দর্য নয় সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়াটাই মুখ্য – সহমতে আছি জানবেন।

চমৎকার উপস্থাপন।
শুভেচ্ছা নিবেন।