শৈশব বাক্সঃ ৪

বাবার চিঠি

বিশ্ববিদ্যালয় জীবনের পুরোটা সময় প্রতিমাসে একটা করে চিঠি আসতো। বাবার চিঠি। আর্থিক বিষয়াদি প্রধান সে চিঠি। সাথে কিছু উপদেশ আর তথ্য। অভিযোগ অনুযোগ আর উপদেশের পরিমাণ বেশী বেড়ে গেলে মা ও এগিয়ে আসতেন বাবার হাত বাটতে। দেড় দশক আগের এই সব চিঠি।।

2 thoughts on “শৈশব বাক্সঃ ৪

  1. বাবার চিঠি। বাবার চিঠি। অপূর্ব এবং অসাধারণ এই স্মৃতি।
    ছাত্রাবস্থায় আমার বাবাও এভাবে লিখতে। আজ আমার বাবা নেই। :(

  2. আমার বাসার নিচে সেদিন বাচ্চারা খেলছিল আর একটা আরেটাকে বলছিল, আমরা যখন দশ হয়ে যাব তখন আর শিশু থাকব না। একটা তখন জিজ্ঞস করছিল, তখন কি তাহলে আমরা কিডস হয়ে যাব?

    ওরা জানে না ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত শৈশব থাকে অথবা শৈশব থাকে ততদিন যতদিন বাবা থাকে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।