এরা জানে

সৈনিক জানে যুদ্ধ করা তার পেশা
তাকে যে বুড়ে সাজায় যুদ্ধই তার নেশা,

লোভী জানে লোভ তার একটুও ছিল না
বাবুর রাজা সাজা যোগানে সে নিরূপায় যন্ত্রণা

মাতাল জানে ভেতর খাওয়া সে চোখকানা
প্রসরা সাজানো উচ্ছন্নে ডাকছে তাকে বাহানা

স্বভাব বার বার দেখায় না-অভাব
অনৈতিক মাথায় হাত সঠিক দেয় না জবাব

এরা সবাই দাবার চালে দোষ চাপায়
বাঁচতে চাওয়া মুখ ফেরায় না, আবার তাকায়।

8 thoughts on “এরা জানে

  1. কবিতার জন্য অশেষ শুভকামনা এবং ভালোবাসা প্রিয় কবি দীপঙ্কর বেরা।

  2. এরা সবাই দাবার চালে দোষ চাপায়
    বাঁচতে চাওয়া মুখ ফেরায় না, আবার তাকায়।
    – সুন্দর পর্যবেক্ষণ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।