বিরিয়ানিখোর বাঙালি!

আমরা বাঙালি, তাই…

১) কারো সন্তান জন্ম নিলে খাসির বিরিয়ানি খেতে চাচ্চু, মামু’র অধিকার নিয়ে লাইন দেই।
২) সেই সন্তানের ১ম জন্মদিন থেকে আমৃত্যু পর্যন্ত সকল জন্মদিনে বিরিয়ানি চাই।
৩) তার মুসলামানিতে খাসির বিরিয়ানি না হোক, অন্তত গরুর বিরিয়ানি চাই।
৪) তার পরীক্ষার রেজাল্ট ভালো হলে বিরিয়ানির ট্রিট চাই।
৫) সে বিবাহপূর্ব অবধৈ প্রেমে পড়লে বিরিয়ানির ট্রিট চাই।
৬) এমনকি তার গার্লফ্রেন্ড ভেগে গেলেও বিরিয়ানির ট্রিট চাই।
৭) তার চাকুরী হলে বিরিয়ানির ট্রিটতো লাগবেই।
৮) তার এনগেজমেন্টে হবু শ্বশুরবাড়ির বিরিয়ানি চাই।
৯) তার বিয়েতে খাসীর স্পেশাল বিরিয়ানি খাওয়ার আশায় কেতাদুরস্ত পোষাক পড়ে কমিউনিটি সেন্টারে হানা দেই। বিরিয়ানির বদলে অন্য আইটেম থাকলেও আফসোস লাগে- ইসসস! যদি বিরিয়ানি থাকতো!
১০) তার ম্যারেজ-ডে তে ভাবীর হাতের স্পেশাল বিরিয়ানি চাই।
১১) তার সন্তান হলে, ভাতিজা-ভাতিজির শুভাগমনে বিরিয়ানির ট্রিট চাই।
১২) তার মৃত্যুর পর ৩য় দিনে পান্জাবী-টুপি পড়ে মিলাদে দলবেধে যোগ দেই। হুজুর কেন মুনাজাত এত দীর্ঘায়িত করছে, আর ওদিকে বিরিয়ানি শুকিয়ে যাচ্ছে- এই ভেবে ভেবে ক্লান্ত হই।
১৩) তার চল্লিশাতেও যেন বিরিয়ানি পাই- এই কামনায় আবারো পান্জাবী-টুপি গায়ে উঠিয়ে,আতর মেখে, মুখখানা শোকাহত করে তার বাড়িতে যাই।
১৪) প্রতি বছর ঘটা করে পালিত তার মৃত্যুদিবসেও বিরিয়ানির প্যাকেট চাই।

– এই হল কারো ব্যাক্তিগত জীবন থেকে আমাদের বিরিয়ানি পাওয়ার লালসা।

এছাড়াওঃ-
১৫) মাহফিলে বিরিয়ানি চাই।
১৬) মিছিলে বিরিয়ানি চাই।
১৭) মানববন্ধনেও বিরিয়ানি হলে খারাপ নয়!
১৮) হরতালে পিকেটিং শেষে বিরিয়ানি খেয়ে শক্তি যোগাই।
১৯) নেতা/ নেত্রীর জন্মদিনে বিরিয়ানি চাই।
২০) নেতা/ নেত্রীর মৃত্যু দিবসে বিরিয়ানি চাই।
২১) নেতা/ নেত্রী কারাগারে গেলে মুক্তি কামনার মিলাদে বিরিয়ানি চাই।
২২) নেতা/ নেত্রীর কারামুক্তির আনন্দানুষ্ঠানে বিরিয়ানির চাই।
২৩) পীরের ওরশ ও ঈদে মিলাদুন্নবীসহ যত প্রকার বিদআ’তী অনুষ্ঠান আছে, সব জায়গায়ই ছোট হোক বা বড় হোক, গরুর হোক বা খাসির হোক, শুধু এক প্যাকেট বিরিয়ানি চাই।

আমরা বাঙালি জাতি সব জায়গায় বিরিয়ানি চাই, অতঃপর বিরিয়ানি চাই, এবং বিরিয়ানি চাই- on which occasion, that doesn’t matter!

বিরিয়ানি খাওয়াটা দোষণীয় নয়, কিন্তু কি উপলক্ষে খাচ্ছেন, সেদিকে সজাগ দৃষ্টি দিন। সকল বিদআতী ও হারাম অনুষ্ঠান এড়িয়ে চলুন, প্রয়োজনে নিজের পয়সায় বিরিয়ানি খান। মহান আল্লাহ-তা’য়ালা এই বিরিয়ানিখোর জাতির মাঝে হালাল/ হারাম পার্থক্য করার মানসিকতা তৈরি করুন। আমীন।
————————–০————————-

#হ্যামার_অব_ট্রুথ_by_Kamal_Uddin_Mehedi (ফেসবুক হ্যাশট্যাগ)

আমার ব্লগ।
ফেসবুকে আমি।

11 thoughts on “বিরিয়ানিখোর বাঙালি!

  1. আমরা বাঙালি জাতি সব জায়গায় বিরিয়ানি চাই, অতঃপর বিরিয়ানি চাই, এবং বিরিয়ানি চাই- on which occasion, that doesn’t matter!

  2. বাঙ্গালী জাতির প্রতিনিধি হিসেবে আমারও বিরিয়ানি চাই। প্রাণান্ত করণে বিরিয়ানি চাই।
    বাট এই পোস্টে বিরিয়ানির রেসিপি কই !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_wacko.gif

    1. জ্বী জনাব। তবে এখানে রেসিপিটা পেলে এমন অভাজন উপকৃত হতো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif

  3. এই পোস্টে ২৩ টি বর্ণনা করেছেন, সবগুলোই বিদআতী
    আল্লাহ্‌ সবাইকে সঠিক জ্ঞান ধান করিক।
    আমীন আমীন ছুম্মা আমীন।

  4. আহা! সবা খাবারের মধ্যে আমার অত্যন্ত প্রিয় খাবার হলো এই বিরিয়ানি, নাম শুনলেই ভাল লাগে।
    শুভকামনা জানাচ্ছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।