জীবন চলার পথে স্বজনপিরিতি না থাকলে
জীবন অচল ঠিক ব্রিস্ট্রিশ দের রেখে যাওয়া
রেলগাড়ির মত !
সম্পর্ক টেনে নিয়ে আসে স্বজনপিরিতি
ঠিক রজনীগন্ধা আর পাপড়ি শুকে গেলো
মাটির ঘ্রাণ পাওয়ার মতো;
এক সংসার মন কুড়ে কুড়ে খাচ্ছে স্বজনপিরিতি
ঠিক উইপুকার মতো-
হায় স্বজনপিরিতির কাছে ঈশ্বরের ভয় নাই
মুত্যূ হইলেই যেনো সবশেষ তাই শুধু দীর্ঘজিবি হও-
ঠিক পিরামিডের মতো ।
আর আমাবস্যার রাতের গায়ে ভয় দেখাও
ঠিক স্বজনপ্রেতাত্মার ভুতের মতো।
২৮/০১/১৭
=======
6 thoughts on “স্বজনপিরিতির ভূত”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ভালো লাগালো ভাইজান
ধন্যবাদ দাদা
অনেক ভালোলাগা।
শুভেচ্ছা
জ্বি মামুন দা
অশেষ ধন্যবাদ
জীবন চলার পথে স্বজনপ্রীতি না থাকলে জীবন অচল। অসত্য বলেননি কবি।
জ্বি মুরুব্বী দা
মানে স্বজনপ্রীতি থাকবে
ভাল থাকুন——