স্বজনপিরিতির ভূত

mak5548-21541_1339080724939_1468781810_30913788_2762971_n

জীবন চলার পথে স্বজনপিরিতি না থাকলে
জীবন অচল ঠিক ব্রিস্ট্রিশ দের রেখে যাওয়া
রেলগাড়ির মত !
সম্পর্ক টেনে নিয়ে আসে স্বজনপিরিতি
ঠিক রজনীগন্ধা আর পাপড়ি শুকে গেলো
মাটির ঘ্রাণ পাওয়ার মতো;
এক সংসার মন কুড়ে কুড়ে খাচ্ছে স্বজনপিরিতি
ঠিক উইপুকার মতো-
হায় স্বজনপিরিতির কাছে ঈশ্বরের ভয় নাই
মুত্যূ হইলেই যেনো সবশেষ তাই শুধু দীর্ঘজিবি হও-
ঠিক পিরামিডের মতো ।
আর আমাবস্যার রাতের গায়ে ভয় দেখাও
ঠিক স্বজনপ্রেতাত্মার ভুতের মতো।
২৮/০১/১৭
=======

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “স্বজনপিরিতির ভূত

  1. জীবন চলার পথে স্বজনপ্রীতি না থাকলে জীবন অচল। অসত্য বলেননি কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি মুরুব্বী দা
      মানে স্বজনপ্রীতি থাকবে
      ভাল থাকুন——

মন্তব্য প্রধান বন্ধ আছে।