পাশের জারুলগাছে ঝুলে আছে তোমার কাঙ্খিত
চন্দ্রচর্চা। পাতার আড়ালে ডুবে আছে যে ফুল,
আমি তার নাম না জেনেই ভালোবেসে ছুঁয়েছি উচ্চতা
আর পরাগায়ণের ভেদরেণু।
বলেছি-; এভাবেই স্থায়ী হোক
আমাদের ভালোবাসার উষা-উদ্ভাবন।
যৌথ জলপাঠ সেরে ঢেউকেই ভালোবেসেছি
সবচেয়ে বেশি। চেয়েছি, আমাদের টানপর্বে
খচিত থাক উজান-ভাটির চিহ্নসমূহ-
দাগের বিকল্প দাগ
ক্ষতের বিকল্প ক্ষত
ভরে গিয়ে পুষ্ট হোক প্রেম-ধারাপাত
জোয়ারগুচ্ছের বুক চিরেই জেগে উঠুক পলির প্রভাত।
কবিতার জন্য শুভেচ্ছা ধন্যবাদ প্রিয় কবি ইলিয়াস ভাই।
ভালো লেগেছে কবিতা । শুভকামনা জানবেন ।
যৌথ জলপাঠ সেরে ঢেউকেই ভালোবেসেছি
সবচেয়ে বেশি।