বাধা

বাবা প্রাই বলতো— খোঁকা চলার পথে অনেকেই বাধার সম্মুখীন হয়,
বাধা না পেলে যে মানুষ হুশিয়ার হয় না,
তাই তো কাজে কাজে বাধা, পদে পদে বাধা!
বাধা না পেলে আবার জীবনকে জীবন মনে হয় না, জীবন নিয়ে যুদ্ধ করবে কি করে বাধার সম্মুখীন না হলে?
সকলি বাধার সম্মুখীন হয় একেকরকম ভাবে,
অনেকে তো বেহুঁশ হয়ে পড়ে থাকে !
তাই বলছি খোঁকা— যাই করিস একটু ভেবেচিন্তে করিস?
আবার শুধু নিজেকে নিয়েই ভাবিস না?
পারলে সাধ্যানুযায়ী পরের উপকার করতে কোনরকম দ্বিধা করিস না,
পরের উপকারের ভেতর একধরনের গভীর শান্তি থাকে।
তাই যতদিন বাঁচাবি আমার কথাগুলো মনে রাখবি, আর এমন কিছু ভুল করবেনা যার কোনো সংশোধন হবে না।

তারপর থেকে বাবার কথাগুলো বারবার মনে পড়ে, ভেবে ভেবে এক পা সামনে বাড়াই দু’পা পিছনে ফেলি, তবুও যেন অনেকেই খাঁদ খুঁড়ে আছে, ফাঁদ পেতে আছে, এলেই শিকার করবে!
এমন ফুলের মতো ফাঁদ পেতে পরিপাটি ভাবে সাজানো গোছানো সৌন্দর্যের বাহার, অথচ ভেতরে বিষাক্ত অন্য এক রূপ! মানুষগুলো আসেলেই অন্যরকম!
তবুও পড়তে হয় গাঁদে, উঠতে হয় ক্ষয়ক্ষতি নিয়েই! ধ্বংস আর বিনাশের সংবাদে জীবনটা ভরপুর!
এ নিয়েই চলছি পথ।

4 thoughts on “বাধা

  1. এই নিয়েই আমাদের পথ চলা। জীবন বরাবরই সংগ্রামের।
    কখনও একাকী কখনও জোটবদ্ধ। শুভসকাল প্রিয় কবি। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. এমন ফুলের মতো ফাঁদ পেতে পরিপাটি ভাবে সাজানো গোছানো সৌন্দর্যের বাহার, অথচ ভেতরে বিষাক্ত অন্য এক রূপ! মানুষগুলো আসেলেই অন্যরকম!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।