(১)
কাদা তুলি কাদা মাখি
কাদা ফেলি জলে
কাদার ভেতরে সাপ
রাখিও ছোবলে।
(২)
হাত বাড়ালেই বন্ধু হয় না
সাপের ছোবল ইঁটের পাঁজায়
দেবারতি পেরিয়ে গেলে
মিত্র এসে মৃত্যু সাজায়।
(৩)
কাদা ছানি কাদা মাখি
কাদায় ঈশ্বরী
কাদায় অসুর জন্ম
কৈলাস বিষ্-হরি।
(৪)
মুখোশের রকম বিকার
ছদ্মবেশে কি যায় আসে!
হরিণী মুখোশ পরে
বিষধর গোখরো হাসে।
(৫)
প্রতাপশালী ক্ষয়ের দাপট
রক্তবমি নর্দমাতে
বিষও আছে ফুলও আছে
কেউটে আছে শারদপ্রাতে।
(৬)
কুচ্ছো গাওয়া আলকাপি গান
কবির লড়াই দুষ্প্রাপ্য
এখন সেটাই ভার্চুয়ালি
সর্পিল এক রাম্পাম্পো।
14 thoughts on “সর্পিল”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
প্রতাপশালী ক্ষয়ের দাপট
রক্তবমি নর্দমাতে
বিষও আছে ফুলও আছে
কেউটে আছে শারদপ্রাতে। ___ অসাধারণ ছন্দ পত্র। অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র।
অনেক ধন্যবাদ প্রিয় ভাই।
দারুণ লাগলো লেখাটি। মুগ্ধতা নিয়ে যাচ্ছি। শুভেচ্ছা নিন দাদা।
তাহলে আপনার জন্য শুভেচ্ছা খানা এখানেই রেখে দিলাম অর্ক ভাই।
পড়ে মুগ্ধ হলাম সৌমিত্র চক্রবর্তী দাদা।
স্বাগতম বোন সাজিয়া আফরিন।
শুভেচ্ছা সৌমিত্র চক্রবর্তী।
ধন্যবাদ কবি শাকিলা তুবা বোন।:)
ভালোবাসা জানিয়ে গেলাম সৌমিত্র দা।
বহুকাল পর আপনাকে পেয়েছি আমার পোস্টে। ভালো থাকবেন।
সুন্দর প্রকাশ। ভাললাগা রেখে গেলাম কবি বন্ধু সৌমিত্র দাদা।
ধন্যবাদ হাসনাহেনা রানু বোন।
ভালো লাগল
আনন্দ পেলাম বাসু দেব দা।