বহুমাত্রিক কুশলতায় মাথার ওপরে দু হাত ঘুরিয়ে জাল ছুঁড়ি নিপুণ
একে একে ধরে ফেলি খলবলে কিশোরী মাছ ঝুম বিকেলে।
কাকেদের কা কা, চড়ুইয়ের কিচমিচ, মুখ তুলে শিকার গন্ধ খোঁজা বেজির
ছটপটে ঘড়ির কাঁটায় অলবেলা সন্ধ্যে নেমে এলে
মেকআপ বাক্স হাতে তুলে বর্তমান ঠেলে দিই অতীতের ঝলমলে পেগ এ:
তুলির প্রত্যেক কম্পিট্যান্ট টানে ক্রমশঃ পুরুষ বেশ্যা হয়ে যাই।
অদৃশ্য কেউ যেন কানের পাশে সপাট চপেটাঘাত করেই
শোনায় গর্ভধারিণীর বেশ্যা হওয়ার নিখুঁত গল্প,
গ্রীনরুমের সব আয়না হঠাৎই কাচের ভঙ্গুর দরজা হয়ে ফিকফিক হাসে:
রিভলভিং মঞ্চে দাঁড়িয়ে বেমতলব হাসিকান্নার ঝড় তোলে
মহারাজ নিঃসঙ্গ অয়দিপাউস।
5 thoughts on “বারবণিত”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শিরোনামের সাথে লিখাটি অসাধারণ এগিয়েছে।
শুভেচ্ছা ভালোবাসা প্রিয় কবি সৌমিত্র। ধন্যবাদ।
জীবনের নাট্যমঞ্চে এক কুশীলব। ভালোবাসা অফুরান প্রিয়
মুরুববী।
ধন্যবাদ প্রিয় সৌমিত্র।
ছটপটে ঘড়ির কাঁটায় অলবেলা সন্ধ্যে নেমে এলে

মেকআপ বাক্স হাতে তুলে বর্তমান ঠেলে দিই অতীতের ঝলমলে পেগ এ:
তুলির প্রত্যেক কম্পিট্যান্ট টানে ক্রমশঃ পুরুষ বেশ্যা হয়ে যাই।
এ এক অনিচ্ছাকৃত অথচ নিশ্চিত গন্তব্য অসহায় মানুষের। ভালোবাসা অফুরান প্রিয়
মামুন।