বেহায়া কিংবা গোঁয়ার আমরা যাই বলো না কেন
অন্ধকার নেমে এলে কালো ভ্রমর উল্লাসে ফেটে পড়ে
যদি টান পড়ে দ্রাঘিমারেখায় তবে জেনে রেখ
বড়শির আগা থেকে ছুটে পালায় মাছ
বীজমন্ত্র জানে যে কৃষক জমিন তাই হওয়া উচিৎ
তবু বুকের গহীনে লুকিয়ে রাখি কিছু স্বপ্নসুখ
বিলীন হতে হতে আমরা মিশে যাই আদমের আত্মার সাথে।
নিয়মের ফর্দিটা বাড়ছে শুধুই তবু কে কাকে মানে?
আদম সুরত ধরে যে শয়তান কাছে আসে
আমরা তাকে তাড়াতে কোন বিক্ষোভে নামি নাই
অনশনে যাইনি বরং বুকের ভেতর আগলে রেখেছি
অথচ সুখের শালিক মেরে আগুনের কথা বলি।
যে প্রসাদ দিয়েছি প্রভূ তুমি তা গ্রহণ করোনি
কেমন করে একা পার হবো পুলসিরাত।
বাস্তবতাই আমাদের জীবনকে অতি বেশী কঠিন করে তুলেছে।
ধন্যবাদ মুরুব্বী। আপনার অব্যাহত প্রেরণা আমাকে লিখতে উৎসাহ দেয়।
আদম সুরত ধরে যে শয়তান কাছে আসে
আমরা তাকে তাড়াতে কোন বিক্ষোভে নামি নাই
অনশনে যাইনি বরং বুকের ভেতর আগলে রেখেছি
ভালোবাসা জানবেন ভাই
যে প্রসাদ দিয়েছি প্রভূ তুমি তা গ্রহণ করোনি
কেমন করে একা পার হবো পুলসিরাত।
ধন্যবাদ লিটন ভাই