প্রভুর কাছে -২

পার করে দাও গো দয়াল
আটকে গেছে নাও
ভব তরঙ্গ পাড় হইতে
তোমার ছোঁয়া দাও

মায়া মোহে পরে গিয়ে
ভুলি তোমার নাম
ভুলের সুরায় মত্ত হয়ে
ভুল করেছি কাম

ভুলে ভুলে কাটিয়ে দিলাম
যাবার সময় এলো
শেষ হিসাবের খাতায় দেখি
সব যে এলোমেলো

তুমি যদি না করো পার
মরব ডুবে জানি
শেষ সময়ে দয়া করে
কেউ দেবেনা পানি

গুনার সাগর মাঝে আছি
আমি গোনাহগার
মাফ করো সকল গোনাহ
তোমার এই বান্দার

তোমার কাছেই চাইছি পানাহ
তুমি দয়ার সাগর
দূর করে দাও সাঁঝের বেলায়
আমার সকল ডর

পার করে দাও ভব তরিটা
পৌছাতে দাও বাড়ি
সাদা মনে সামনে তোমার
হাজির হতে পারি…

3 thoughts on “প্রভুর কাছে -২

  1. “তোমার কাছেই চাইছি পানাহ
    তুমি দয়ার সাগর
    দূর করে দাও সাঁঝের বেলায়
    আমার সকল ডর।”

    ___ মহান আল্লাহতাআলার কাছে এই ই আমাদের সব সময়ের প্রার্থনা। আমিন।

  2. পার করে দাও ভব তরিটা
    পৌছাতে দাও বাড়ি
    সাদা মনে সামনে তোমার
    হাজির হতে পারি…-আমীন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।