নগরে আগুন লাগলে
হাতের তালুতে আমি হাওয়া বহন করি
নাগরিক ঢংয়ে কাটতে থাকি তাজা মাছের পেট
তৃপ্তির ঢেকুর তুলে যখন শহর ঘুমিয়ে যায়
আমি তখন বোয়াল মাছের সঙ্গে নাচি তুমুল নাচ
নাগরিক মানুষেরা যেন এক একটা মৃত লাশ।
পড়শি তুই নিয়ে যা স্মৃতির পাতিহাঁস
আমি স্বপ্ন রোপন করেছি গোপন ধানের নতুন ক্ষেতে
মধ্যরাতের ট্রেনে চেপে তুমি আসতে থাকো
তিতপুটিঁদের জীবন বড় কষ্টে কাটে নগরের কাদাজলে।
শহরের আনাচেকানাচে ধূলো উড়ছে
নদী ভ্রমণে যাবার মতো আমাদের হাতে এখন সময় কোথায়?
নিত্য সব ইউনিক ভাবনার এমন লিখন ভালো লাগে প্রিয় কবি।
পড়ার জন্য ধন্যবাদ শ্রদ্ধেয়
ভালো লিখেছেন কবি।
ধন্যবাদ কবি
নগরে আগুন লাগলে
হাতের তালুতে আমি হাওয়া বহন করি- কিন্তু কেন?